Ajker Patrika

স্ত্রী ও তাঁর পরিবারকে দায়ী করে ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ২৩ জুলাই ২০২২, ২০: ২৯
স্ত্রী ও তাঁর পরিবারকে দায়ী করে ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা 

মুন্সিগঞ্জের গজারিয়ায় দাম্পত্য কলহের জের ধরে ফেসবুক লাইভে এসে নিজের মৃত্যুর জন্য শ্বশুর-শাশুড়ি, স্ত্রী ও শালিকাকে দায়ী করে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। গতকাল শুক্রবার রাতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজের ঘরে বসে তিনি এ ঘটনা ঘটান। 

নিহত ওই যুবকের নাম মো. শাহজালাল (২৮)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মাহফুজ পাগলার ছেলে। 

নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করা ভিডিওটিতে দেখা যায়, যুবক শাহজালাল তাঁর দাম্পত্য কলহ নিয়ে কথা বলছেন। সংসার জীবনে তাঁর দুটি সন্তানের কথা জানান তিনি। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে বাবার বাড়িতে থাকা শুরু করেন। 

শাহজালাল জানান, তাঁর স্ত্রীর অনেক চারিত্রিক সমস্যা রয়েছে। তারপরও সন্তানদের কথা চিন্তা করে তিনি সংসার চালিয়ে যেতে চেয়েছেন। তিনি তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের বোঝাতে না পারায় আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি। 

ভিডিওতে শাহজালাল বলেন, ‘আত্মহত্যা মহাপাপ এটা জেনেও আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন।’ 

স্থানীয় লোকজনের কাছে খবর নিয়ে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা খারাপ হতে থাকলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহজালালের। 

এই বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, ‘স্থানীয়ভাবে আত্মহত্যার একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ পরিদর্শক এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত