Ajker Patrika

পদ্মায় জেলের জালে ১৮ কেজির বাগাড় ও ১২ কেজির চিতল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০১
পদ্মায় জেলের জালে ১৮ কেজির বাগাড় ও ১২ কেজির চিতল

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ১৮ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাগাড় ও ১১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি ৩৯ হাজার টাকায় বিক্রি হয়।

আজ শনিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে দৌলতদিয়ার জেলে নওশাদ হালদারের জালে বাগাড় মাছটি ধরা পড়ে। অপরদিকে একই সময়ে মানিকগঞ্জের বাল্লা মালচি এলাকার জেলে রতন হালদারের জালে চিতল মাছটি ধরা পড়ে। 

সকাল ৭টার দিকে তাঁদের কাছ থেকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছ দুটি কিনে নেন। পরে ১ হাজার ২০ টাকা কেজি দরে কেনা বাগাড় মাছটি গাজীপুরের মাওনার এক শিল্পপতির কাছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ১৩০ টাকায় বিক্রি করেন। 

মাছ দুটি ৩৯ হাজার টাকায় বিক্রি করা হয়চিতল মাছটি ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৮৮০ টাকায় বিক্রি করেন। 

শৌখিন জেলে নওশাদ হালদার বলেন, `আমি ফুটবলার, ফুটবল খেলতে খুব ভালোবাসি। অনেক দিনের ইচ্ছা ছিল নদীতে মাছ ধরতে যাব। ইচ্ছেপূরণের আশায় শনিবার ভোররাতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। মাছটি পেয়ে খুব ভালো লাগছে, দামও ভালো পেয়েছি।' 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এমন বড় মাছ এখন খুব কমই দেখা যায়। তবে মিঠাপানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড়জালে ধরা পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত