Ajker Patrika

ভাঙ্গায় ঘন কুয়াশায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় আজ সোমবার সকালে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুরের ভাঙ্গায় আজ সোমবার সকালে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় যানবাহনের চালকসহ কমপক্ষে ১২ জন যাত্রী আহত হন।

আজ সোমবার সকাল ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম নামের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মাতুব্বর জানান, সকালে ঘন কুয়াশা চারপাশে ঘিরে যায়। ঠিকমতো সড়ক দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা ঘটে বলে মনে হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত