Ajker Patrika

শত বাধায়ও নির্বাচন থেকে সরব না: তৈমূর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৭: ৪৪
শত বাধায়ও নির্বাচন থেকে সরব না: তৈমূর

নির্বাচন থেকে সরে যাওয়ার গুজবকে পাত্তা না দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘আমাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, আমি সরে যাব। দল সরে যেতে পারে, আমি সরে যাওয়ার লোক নই। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে আমি থাকব।’ 

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের এসব কথা জানান। চাষাঢ়ার মিশনপাড়ার এই সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি দলের লোকেরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তৈমূর। নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তৈমূর।

সংবাদ সম্মেলনে তৈমূর অভিযোগ করেন, ‘নির্বাচনী প্রচারে মাঠে থাকা তাঁর কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। তাঁকে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও জানান এই স্বতন্ত্র প্রার্থী।’  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ‘তাঁর ১৭ জন কর্মীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছিল, কিন্তু সরকারি দলের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য ও বহিরাগতদের প্রবেশে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে।’

নির্বাচনী কাজে কর্মীদের দায়িত্ব পালনে হয়রানি, বাধা ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজা হচ্ছে। অন্যদিকে সরকারি দলের প্রার্থীর কাজ করতে নারায়ণগঞ্জের বিভিন্ন হোটেলে বাইরের লোকজনকে রাখা হচ্ছে। এসব বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ 

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তৈমূর বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। সেটা হলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ ও ব্যবস্থা নেবেন বলে আশা করছি।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত