Ajker Patrika

টঙ্গীতে পয়োনালা দখলমুক্ত করল সিটি করপোরেশন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৫, ১৮: ০৩
গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকায় অবৈধভাবে ভরাট করা ‎পয়নালা দখলমুক্ত করে সিটি করপোরেশন। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকায় অবৈধভাবে ভরাট করা ‎পয়নালা দখলমুক্ত করে সিটি করপোরেশন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকার একটি পয়োনালা অবৈধভাবে ভরাট করে আবাসন প্রকল্পের রাস্তা তৈরি করা হয়। সেই ‎পয়োনালা দখলমুক্ত করেছে সিটি করপোরেশন।

‎আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে পয়নালা উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকায় অবৈধভাবে ভরাট করা ‎পয়নালা দখলমুক্ত করে সিটি করপোরেশন। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের টঙ্গীর শালিকচূঁড়া বাঁশপট্টি এলাকায় অবৈধভাবে ভরাট করা ‎পয়নালা দখলমুক্ত করে সিটি করপোরেশন। ছবি: আজকের পত্রিকা

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গাজীপুরের সিটি করপোরেশনের টঙ্গীর শালিকচূড়া বাঁশপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে একটি পয়োনালা মাটি ভরাট করে দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা ও রাস্তা নির্মাণ করে একটি ভূমিদস্যু চক্র। ফলে নগরীর ৫০, ৫১, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডের পয়োনালার পানিপ্রবাহে বাধা সৃষ্টি হয়। এতে কয়েক লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হয়। ‎

‎পয়োনালার পানিপ্রবাহ নির্বিঘ্ন করতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ভেকু দিয়ে পাইপ ও অন্যান্য নির্মাণসামগ্রী সরিয়ে নালাটি পুনরুদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত