Ajker Patrika

আমবয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১০: ১০
আমবয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু 

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের বৃহত্তর আসর (সাদপন্থী) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিন বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা জিয়া বিন কাসিম।

সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানের ভেতরে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মুসল্লিরা খিত্তায় অবস্থান নিয়ে তাসকিল, ইমান ও আমলের কথা শুনছেন। দেশের পাশাপাশি বিদেশি মুসল্লিরাও ময়দানে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৯০টি দেশের প্রায় ৫ হাজার মুসল্লি ময়দানে অবস্থান করছেন। 

এই পর্বে অংশ নিতে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ, মাওলানা সাঈদ, মাওলানা ইলিয়াস, জামাতা মাওলানা হাসান ময়দানে উপস্থিত হয়েছেন। 

ময়দানে মুসল্লিদের উদ্দেশে বৃহস্পতিবার বাদ জোহর ভারতের মাওলানা ফারুক বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী। বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন কুরাইশী উর্দুতে বয়ান করেন আর বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মনির এবং বাদ মাগরিব তাঁর বয়ান বাংলায় তরজমা করেন আব্দুল্লাহ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত