Ajker Patrika

টিম খোরশেদ পেল এশিয়া বুক অব রেকর্ড স্বীকৃতি

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০: ২২
টিম খোরশেদ পেল এশিয়া বুক অব রেকর্ড স্বীকৃতি

নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। করোনাকালে দাফন, সৎকার, অক্সিজেন ও প্লাজমা সরবরাহ, অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন সেবা, খাদ্য সরবরাহসহ সার্বিক কাজের জন্য ‘এশিয়া বুক অব রেকর্ড’-এর স্বীকৃতি পেয়েছে টিম খোরশেদ। 

আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন টিম খোরশেদের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে এশিয়া বুক অব রেকর্ডের প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদের কাছে পাঠানো হয়। 

করোনা মহামারি শুরুর পর বিভিন্ন মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সৎকারে এগিয়ে আসেন তিনি এবং তাঁর ডাকে সাড়া দেওয়া স্বেচ্ছাসেবীরা। তাঁরা এ ক্ষেত্রে কোনো ধর্ম-বর্ণের বাছবিচার করেননি। সবার পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ। ক্রমে এই কার্যক্রম খাবার সরবরাহ থেকে শুরু করে গুরুতর রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, বা ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ঘরে সরবরাহ করার মতো কাজে এগিয়ে আসেন। বহু মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে। এর প্রতিদানও জনগণ তাঁকে দিয়েছে এবারের নাসিক নির্বাচনে। তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মানুষের ভালোবাসা তো আছেই। 

প্রাপ্তির বিষয়ে খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা টিমের সদস্য আছি, তারা মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানাই। আমরা স্বীকৃতির জন্য নয়, মানুষের জন্য কাজ অব্যাহত রাখতে চাই। আবারও করোনা সংক্রমণ বাড়ছে। আমরা এবারও প্রস্তুত মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে।’ 

এই অর্জন নিজের দলের সদস্যদের উৎসর্গ করে টিম খোরশেদের প্রধান সমন্বয়ক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সব স্বেচ্ছাসেবকের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত। আমরা শপথ করেছিলাম করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে। সেই শপথ বাস্তবায়নে অটুট থাকব ইনশা আল্লাহ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত