Ajker Patrika

গজারি বনে ঝুলন্ত লাশ, কাগজে লেখা ছিল মোবাইল নম্বর

গজারি বনে ঝুলন্ত লাশ, কাগজে লেখা ছিল মোবাইল নম্বর

গাজীপুরের শ্রীপুরে বুকে চিরকুট লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে বেশ কিছু লেখার সঙ্গে মোবাইল নম্বর উল্লেখ করে লেখা রয়েছে—‘হে পথিক নিচের নাম্বারে একটি কল করবেন।’ আজ রোববার রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের গজারি বনের ভেতর গাছের ডালে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম শরিফ আহমেদ (৪৫)। তিনি ময়মনসিংহের সদর উপজেলার পুটিয়ালীরচর এলাকার মো. আবুল হোসেনের ছেলে। 

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুমন মিয়া বলেন, ‘সন্ধ্যার একটু আগে স্থানীয় এক কৃষক তাঁর ধানের খেত দেখতে গিয়ে গজারি বনের গভীরে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর আমাকে বিষয়টি অবহিত করলে আমি পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার শুরু করে।’ 

মৃত শরিফ আহমেদের বুকের ঝোলানো চিরকুটে লেখা রয়েছে—‘জরুরি: আমি স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে পৃথিবী থেকে বিদায় নিলাম। এই আত্নঘাতের সাথে কাউকে জড়িত করা যাবে না। প্রচুর সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, অনুসূচনায়ও। মচকাতে মচকাতে ক্লান্ত, ভেঙ্গেই তার অবসান করলাম। সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন সবাই। আমার দেহের কোন ময়নাতদন্ত হবে না। হে পথিক, নিচের নাম্বারে একটি কল করবেন? আমি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির একজন রেজিস্টার্ড মরণোত্তর চক্ষুদাতা। কে বলতে পারে আপনার একটি কলের অনুগ্রহে হয়তো আমার একটি অঙ্গ দ্বারা পৃথিবীর কারও উপকারে লেগে যেতে পারি।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘গজারি বনের ভেতর থেকে বুকে সাদা কাগজে চিরকুট লেখা এক যুবককে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত