গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি হারুন মিনাকে (৬০) গতকাল রোববার রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে হত্যার ঘটনায় রাতেই মামলা করা হয়। হারুনের ছোট ভাই টুকু মিনা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা করেন।
মামলায় হারুন মিনাকে প্রধান আসামি করা হয়েছে। বাকি দুই আসামি হলেন হারুনের স্ত্রী দুলু বেগম (৫৫) ও মেয়ে ময়না (১৮)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টুকুর সঙ্গে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। গতকাল সন্ধ্যায় হারুনের উঠানে গিয়ে মোবাইল ফোনে কথা বলছিল টুকুর মেয়ে লামিয়া। এ সময় হারুন তাঁর উঠান থেকে ভাতিজা লামিয়াকে চলে যেতে বলেন। এ নিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের (৪০) সঙ্গে কথা-কাটাকাটি হয় হারুনের। একপর্যায়ে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র কাতরা (বল্লমের মতো) দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপ দিতে থাকেন। এতে লামিয়া ও তার মা গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গতকাল রাতেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে হারুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় অপর দুই আসামি পলাতক রয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি হারুন মিনাকে (৬০) গতকাল রোববার রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে হত্যার ঘটনায় রাতেই মামলা করা হয়। হারুনের ছোট ভাই টুকু মিনা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা করেন।
মামলায় হারুন মিনাকে প্রধান আসামি করা হয়েছে। বাকি দুই আসামি হলেন হারুনের স্ত্রী দুলু বেগম (৫৫) ও মেয়ে ময়না (১৮)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টুকুর সঙ্গে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। গতকাল সন্ধ্যায় হারুনের উঠানে গিয়ে মোবাইল ফোনে কথা বলছিল টুকুর মেয়ে লামিয়া। এ সময় হারুন তাঁর উঠান থেকে ভাতিজা লামিয়াকে চলে যেতে বলেন। এ নিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের (৪০) সঙ্গে কথা-কাটাকাটি হয় হারুনের। একপর্যায়ে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র কাতরা (বল্লমের মতো) দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপ দিতে থাকেন। এতে লামিয়া ও তার মা গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গতকাল রাতেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে হারুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় অপর দুই আসামি পলাতক রয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
২ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে