Ajker Patrika

ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ২৮
ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার 

গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি হারুন মিনাকে (৬০) গতকাল রোববার রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে হত্যার ঘটনায় রাতেই মামলা করা হয়। হারুনের ছোট ভাই টুকু মিনা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা করেন।

মামলায় হারুন মিনাকে প্রধান আসামি করা হয়েছে। বাকি দুই আসামি হলেন হারুনের স্ত্রী দুলু বেগম (৫৫) ও মেয়ে ময়না (১৮)।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টুকুর সঙ্গে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। গতকাল সন্ধ্যায় হারুনের উঠানে গিয়ে মোবাইল ফোনে কথা বলছিল টুকুর মেয়ে লামিয়া। এ সময় হারুন তাঁর উঠান থেকে ভাতিজা লামিয়াকে চলে যেতে বলেন। এ নিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের (৪০) সঙ্গে কথা-কাটাকাটি হয় হারুনের। একপর্যায়ে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র কাতরা (বল্লমের মতো) দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপ দিতে থাকেন। এতে লামিয়া ও তার মা গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গতকাল রাতেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে হারুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় অপর দুই আসামি পলাতক রয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত