Ajker Patrika

মেট্রোরেলের ল্যান্ডিং ফুটপাতের মধ্যে হতে পারে না: মেয়র আতিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেলের ল্যান্ডিং ফুটপাতের মধ্যে হতে পারে না: মেয়র আতিক 

মেট্রোরেলের নির্গমন পথ ফুটপাতের মধ্যে হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ফুটপাতে মেট্রোরেল স্টেশনের ল্যান্ডিং (নির্গমনপথ) থাকলে মানুষের সমস্যা হবে, ফুটপাত সংকুচিত হয়ে যাবে। তাই কোনো ল্যান্ডিং ফুটপাতে দেওয়া যাবে না।’ 

আজ রোববার মিরপুর ১০ নম্বরে এমআরটি-৬ স্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

ডিএনসিসির মেয়র বলেন, ‘এই স্টেশনে আগের যেমন পরিকল্পনা ছিল এটি কীভাবে ইন্ট্রিগ্রেট করা যায়, সে জন্য আমরা সবাই মিলে এখানে এসেছি। আমাদের এখানে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় রয়েছে। এখানে থাকবে সিঁড়ি, লিফট, এস্কেলেটর।’ 

এ সময় তিনি আঞ্চলিক অফিস সংলগ্ন জায়গাকে আধুনিক প্রযুক্তি সংবলিত টিওডি (ট্রান্সজিড ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট) নির্মাণের প্রস্তাবনা করেন-যেখানে একটি গণপরিসর থাকবে এবং ভূগর্ভস্থ গাড়ি পার্কিং ব্যবস্থা থাকবে। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বিদেশে আমরা দেখেছি যে, মানুষ তাঁদের গাড়ি পার্কিং করে পাতাল রেলে বা মেট্রোরেলে কাঙ্ক্ষিত গন্তব্যে যাতায়াত করছেন।’ 

এ সময় তিনি সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে মিরপুর-১৩ এলাকায় অবৈধভাবে দখল হয়ে যাওয়া একটি পার্ক পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে দ্রুত সেটি উদ্ধার করে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত