Ajker Patrika

‘এই দেশ মুষ্টিমেয় ঘাতকের হতে পারে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘এই দেশ মুষ্টিমেয় ঘাতকের হতে পারে না’

নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেছেন, ‘লাশ যখন কথা বলে, তখন তা ভয়ংকর সত্য। এই সত্যকে সরকার ভয় পায়। ত্বকীর লাশও সব অনাচারের বিরুদ্ধে কথা বলছে। আমরা আগামী প্রজন্মের জন্য নিরাপদ সমাজ চাই। এই দেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার। এই দেশ মুষ্টিমেয় ঘাতকের হতে পারে না। আমাদের সংগ্রামের লক্ষ্য দেশ যেন মুষ্টিমেয় মানুষের না হয়।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে আজ বুধবার সন্ধ্যায় শহরে শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর ঘাটে আলোর ভাসান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০ বছর উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

তিনি বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে এই স্থান থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। ত্বকী যখন খুন হয় তখন তার কোনো পরিচিতি ছিল না। কিন্তু এখন সে দেশ ছাড়িয়ে সারা বিশ্বে পরিচিত। ঘাতকের পক্ষে সরকার যতই থাকুক তারা চিরস্থায়ী না, তারা ক্ষণস্থায়ী। তারা এক সময় না এক সময় পরাজিত হয়।’ 

রফিউর রাব্বী আরও বলেন, ‘আমরা এই সত্য ইতিহাসের পাতা পড়ে জেনেছি। আমরা চাই সরকারের সুবুদ্ধির উদয় হোক। আমরা চাই এমন সরকার হোক যারা সব মানুষের অধিকার আদায়ের কাজ করবে। সব মানুষের পক্ষে কথা বলবে।’ 

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরও আমাদের আক্ষেপ, এই দেশ সবার করার যাচ্ছে না। সব ধর্মের মানুষের করা যাচ্ছে না। কিছুদিন আগেও আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। প্রায় সময় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা হচ্ছে। এটি মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামকে এগিয়ে নিতে হবে।’ 

কর্মসূচিতে আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ, খেলাঘরের জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত