Ajker Patrika

গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে আটক ৮ 

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে আটক ৮ 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ পি. এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাঁদেরকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন—সজিব (২২), আলাউদ্দিন (২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদেরকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা আমবাগে অবস্থিত পি. এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালায়। 

বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই কারখানার মূল ফটক ও বিল্ডিং এর গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, মেট্রো পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় ভাঙচুর করার অভিযোগ ৮ জনকে আটক করা হয়। 

পি. এন. কম্পোজিট লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার খালেকুজ্জামান বলেন, ‘আমাদের শ্রমিকদের আগে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পার্শ্ববর্তী একটি কারখানার শ্রমিকেরা এসে আমাদের কারখানায় ভাঙচুর করেছে।’ 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘কিছুক্ষণ আগে আটকদের আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত