Ajker Patrika

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১: ১৫
Thumbnail image

কক্সবাজার টেকনাফের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অপারেশন অফিসার ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। 

সকাল ৭টায় আবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী মো. সাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আবুল হাসানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবুল হাসান এপিবিএন টেকনাফে কর্মরত ছিলেন। ডিএমপিতে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টেকনাফ থেকে গত ১৬ সেপ্টেম্বর আবুল হাসানকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে ঢাকায় নিয়ে এসে আজ আদালতে হাজির করা হয়। 

গত ২ সেপ্টেম্বর মো. আবু বক্কর নামে একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪২ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলায় বলা হয়—গত ১৮ জুলাই বিকেল ৫টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা বিশ্বরোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা অবস্থান করাকালীন গুলিতে এবং এলোপাতাড়ি মারপিটে শিক্ষার্থী মো. সাকিব হাসান ২২ মারা যান। 

মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং সেখানে দায়িত্বরত পুলিশ ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা করে। ওই হামলায় সাকিবও মৃত্যুবরণ করেন। 

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এই মামলার এজাহারনামীয় ৯৩ নম্বর আসামি। সহযোগী পলাতক আসামিদের অবস্থান নির্ণয় ও শনাক্ত করাসহ হত্যাকাণ্ডের বিষয়ে রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত