নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজার টেকনাফের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অপারেশন অফিসার ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
সকাল ৭টায় আবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী মো. সাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আবুল হাসানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল হাসান এপিবিএন টেকনাফে কর্মরত ছিলেন। ডিএমপিতে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টেকনাফ থেকে গত ১৬ সেপ্টেম্বর আবুল হাসানকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে ঢাকায় নিয়ে এসে আজ আদালতে হাজির করা হয়।
গত ২ সেপ্টেম্বর মো. আবু বক্কর নামে একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪২ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়—গত ১৮ জুলাই বিকেল ৫টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা বিশ্বরোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা অবস্থান করাকালীন গুলিতে এবং এলোপাতাড়ি মারপিটে শিক্ষার্থী মো. সাকিব হাসান ২২ মারা যান।
মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং সেখানে দায়িত্বরত পুলিশ ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা করে। ওই হামলায় সাকিবও মৃত্যুবরণ করেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এই মামলার এজাহারনামীয় ৯৩ নম্বর আসামি। সহযোগী পলাতক আসামিদের অবস্থান নির্ণয় ও শনাক্ত করাসহ হত্যাকাণ্ডের বিষয়ে রহস্য উদ্ঘাটনের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
কক্সবাজার টেকনাফের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অপারেশন অফিসার ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
সকাল ৭টায় আবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী মো. সাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আবুল হাসানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল হাসান এপিবিএন টেকনাফে কর্মরত ছিলেন। ডিএমপিতে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টেকনাফ থেকে গত ১৬ সেপ্টেম্বর আবুল হাসানকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে ঢাকায় নিয়ে এসে আজ আদালতে হাজির করা হয়।
গত ২ সেপ্টেম্বর মো. আবু বক্কর নামে একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪২ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়—গত ১৮ জুলাই বিকেল ৫টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা বিশ্বরোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা অবস্থান করাকালীন গুলিতে এবং এলোপাতাড়ি মারপিটে শিক্ষার্থী মো. সাকিব হাসান ২২ মারা যান।
মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং সেখানে দায়িত্বরত পুলিশ ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা করে। ওই হামলায় সাকিবও মৃত্যুবরণ করেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এই মামলার এজাহারনামীয় ৯৩ নম্বর আসামি। সহযোগী পলাতক আসামিদের অবস্থান নির্ণয় ও শনাক্ত করাসহ হত্যাকাণ্ডের বিষয়ে রহস্য উদ্ঘাটনের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার সময় চার যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের একটি পরিত্যক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেপারিবারিক কলহে মাকে মারধর করছিল ছেলে মাজহারুল (২০)। মারধরের ঘটনায় তাকে শাসন করতে যান মামা কাঞ্চন মিয়া (৬০)। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে কাঞ্চন মিয়া নিহত হন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
২৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার বিতরণ নিয়ে গত কয়েক দিন ধরে বিএনপির দুই গ্রুপ ও জামায়াতের দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ১২২ বস্তা সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে।
২৮ মিনিট আগেঅবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগ ও বকেয়া পরিশোধের দাবিতে জিপি হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বসুন্ধরায় ‘চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে শতাধিক ব্যক্তি এই কর্মসূচিতে অংশ নেন।
২ ঘণ্টা আগে