নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় সহোদরকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঈদের দিন গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব ও রাকিব করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে দলবদ্ধ পিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদী এলাকায় যান করতেতৈল এলাকার সহোদর রাকিব ও সাকিবসহ কিছু লোক। এ সময় সেখানে বাগ্বিতণ্ডার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে গণপিটুনিতে আহত হন সাকিব ও রাকিব। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন স্থানীয় লোকজন। সাকিবকে নরসিংদী সদর হাসপাতালে এবং রাকিবকে ঢামেকে নেওয়ার পথে মারা যান।
এদিকে সহোদরদের স্বজনেরা অভিযোগ তুলেছেন, দাবি করা চাঁদা না দেওয়ায় ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে হত্যা করেছে।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা আজকের পত্রিকা বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। চুরির ঘটনা নিয়ে পিটুনির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
নরসিংদীর পলাশ উপজেলায় সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় সহোদরকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঈদের দিন গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব ও রাকিব করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে দলবদ্ধ পিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদী এলাকায় যান করতেতৈল এলাকার সহোদর রাকিব ও সাকিবসহ কিছু লোক। এ সময় সেখানে বাগ্বিতণ্ডার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে গণপিটুনিতে আহত হন সাকিব ও রাকিব। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন স্থানীয় লোকজন। সাকিবকে নরসিংদী সদর হাসপাতালে এবং রাকিবকে ঢামেকে নেওয়ার পথে মারা যান।
এদিকে সহোদরদের স্বজনেরা অভিযোগ তুলেছেন, দাবি করা চাঁদা না দেওয়ায় ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে হত্যা করেছে।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা আজকের পত্রিকা বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। চুরির ঘটনা নিয়ে পিটুনির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অটোরিকশা আটকে দম্পতিকে হয়রানির অভিযোগে হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী এক ছাত্র প্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সংগঠনের জেলা শাখার দপ্তর সেলের সম্পাদক লোকমান হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে কুড়িগ্রা
১৩ মিনিট আগেরাজধানীর মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কমলাপুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ মিনিট আগেইউনূস সাব যেই কথাটা কইতে পারে না ওই কথাটা কওয়ায় ভদ্রমহিলা রেজওয়ানা হাসানকে দিয়া। উনি কয়েক দিন পরে গলা টান দিয়া কইছে—স্যার কইছে ইলেকশন ডিসেম্বর মাসে দিবে। তবে ছয় মাস দেরি করে জুন মাসে হইতে পারে। জুন মাস যখন হয়ে যাবে, তখন বলবে আরে জুন মাসে তো আওয়ামী লীগের জন্মদিন।
২০ মিনিট আগে‘আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সবকিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’—লিখে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দুটি বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি দিয়েছেন অজ্ঞাতনামা ব্যক্তিরা।
১ ঘণ্টা আগে