Ajker Patrika

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় সহোদরকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঈদের দিন গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

সাকিব ও রাকিব করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে দলবদ্ধ পিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদী এলাকায় যান করতেতৈল এলাকার সহোদর রাকিব ও সাকিবসহ কিছু লোক। এ সময় সেখানে বাগ্‌বিতণ্ডার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে গণপিটুনিতে আহত হন সাকিব ও রাকিব। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন স্থানীয় লোকজন। সাকিবকে নরসিংদী সদর হাসপাতালে এবং রাকিবকে ঢামেকে নেওয়ার পথে মারা যান।

এদিকে সহোদরদের স্বজনেরা অভিযোগ তুলেছেন, দাবি করা চাঁদা না দেওয়ায় ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে হত্যা করেছে।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা আজকের পত্রিকা বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। চুরির ঘটনা নিয়ে পিটুনির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত