নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভর্তির ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করায় প্রথম শ্রেণির এক ছাত্রীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ২০২৪ সালে ভর্তি হয়েছিল।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তিতে ব্যবহৃত কাগজ যাচাই-বাছাই করার সময় আজিমপুর শাখার এক ছাত্রীর জন্মনিবন্ধন সনদে গরমিল পাওয়া গেছে। পরে এ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’
এর আগে হাইকোর্টের নির্দেশে ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে।
ভিকারুননিসা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে কীভাবে ভুয়া জন্মসনদে শিক্ষার্থী ভর্তি হলো এর কারণ জানতে চান ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্মসনদে ভুল থাকায় অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
লিখিত জবাবে সাবনাজ সোনিয়া কামাল জানান, ভর্তির জন্য কাগজপত্র জমা নেওয়ার সময় তাদের অসাবধানতার কারণে বিষয়টি নজর এড়িয়ে যায়। ছাত্রীটি ভর্তির জন্য মনোনীত হয় এবং ভর্তিও হয়। পুনঃযাচাইয়ের জন্য সাতটি আবেদনপত্র যাচাইয়ে ভুলটি ধরা পড়ে। তাই যাচাই কমিটি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।
এ বিষয়ে সাবনাজ সোনিয়া কামাল বলেন, ‘পুনঃযাচাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির একজন ছাত্রীর ভর্তিতে ভুয়া জন্মসনদ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ছাত্রীর মাকে আমরা ডেকেছি। তিনি জানিয়েছেন, কম্পিউটার অপারেটর এই টেম্পারিং করেছে। পরবর্তীতে তিনিই ভর্তি বাতিলের আবেদন করেছেন। সে পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুন:
ভর্তির ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করায় প্রথম শ্রেণির এক ছাত্রীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ২০২৪ সালে ভর্তি হয়েছিল।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তিতে ব্যবহৃত কাগজ যাচাই-বাছাই করার সময় আজিমপুর শাখার এক ছাত্রীর জন্মনিবন্ধন সনদে গরমিল পাওয়া গেছে। পরে এ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’
এর আগে হাইকোর্টের নির্দেশে ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে।
ভিকারুননিসা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে কীভাবে ভুয়া জন্মসনদে শিক্ষার্থী ভর্তি হলো এর কারণ জানতে চান ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্মসনদে ভুল থাকায় অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
লিখিত জবাবে সাবনাজ সোনিয়া কামাল জানান, ভর্তির জন্য কাগজপত্র জমা নেওয়ার সময় তাদের অসাবধানতার কারণে বিষয়টি নজর এড়িয়ে যায়। ছাত্রীটি ভর্তির জন্য মনোনীত হয় এবং ভর্তিও হয়। পুনঃযাচাইয়ের জন্য সাতটি আবেদনপত্র যাচাইয়ে ভুলটি ধরা পড়ে। তাই যাচাই কমিটি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।
এ বিষয়ে সাবনাজ সোনিয়া কামাল বলেন, ‘পুনঃযাচাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির একজন ছাত্রীর ভর্তিতে ভুয়া জন্মসনদ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ছাত্রীর মাকে আমরা ডেকেছি। তিনি জানিয়েছেন, কম্পিউটার অপারেটর এই টেম্পারিং করেছে। পরবর্তীতে তিনিই ভর্তি বাতিলের আবেদন করেছেন। সে পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুন:
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ মিনিট আগে