Ajker Patrika

ভুয়া জন্মনিবন্ধন সনদ: ভিকারুননিসার আরও এক ছাত্রীর ভর্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৪, ১৮: ৪২
ভুয়া জন্মনিবন্ধন সনদ: ভিকারুননিসার আরও এক ছাত্রীর ভর্তি বাতিল

ভর্তির ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করায় প্রথম শ্রেণির এক ছাত্রীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ২০২৪ সালে ভর্তি হয়েছিল। 

আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তিতে ব্যবহৃত কাগজ যাচাই-বাছাই করার সময় আজিমপুর শাখার এক ছাত্রীর জন্মনিবন্ধন সনদে গরমিল পাওয়া গেছে। পরে এ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’ 

এর আগে হাইকোর্টের নির্দেশে ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে। 
 
ভিকারুননিসা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে কীভাবে ভুয়া জন্মসনদে শিক্ষার্থী ভর্তি হলো এর কারণ জানতে চান ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্মসনদে ভুল থাকায় অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। 

লিখিত জবাবে সাবনাজ সোনিয়া কামাল জানান, ভর্তির জন্য কাগজপত্র জমা নেওয়ার সময় তাদের অসাবধানতার কারণে বিষয়টি নজর এড়িয়ে যায়। ছাত্রীটি ভর্তির জন্য মনোনীত হয় এবং ভর্তিও হয়। পুনঃযাচাইয়ের জন্য সাতটি আবেদনপত্র যাচাইয়ে ভুলটি ধরা পড়ে। তাই যাচাই কমিটি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। 

এ বিষয়ে সাবনাজ সোনিয়া কামাল বলেন, ‘পুনঃযাচাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির একজন ছাত্রীর ভর্তিতে ভুয়া জন্মসনদ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ছাত্রীর মাকে আমরা ডেকেছি। তিনি জানিয়েছেন, কম্পিউটার অপারেটর এই টেম্পারিং করেছে। পরবর্তীতে তিনিই ভর্তি বাতিলের আবেদন করেছেন। সে পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল করা হয়েছে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত