Ajker Patrika

কোটালীপাড়ায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৪: ৪৩
Thumbnail image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অংকন বিশ্বাস (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়েছে।

নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

আহতরা হলেন আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২) ও শাওন সাহা (১৭)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক মনোজ কুমার বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যান। এ সময় আরও পাঁচজন আহত হয়। 

উপপরিদর্শক আরও বলেন, আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত