Ajker Patrika

এক বছরেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে স্থানীয়রা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৫: ৩০
এক বছরেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে স্থানীয়রা

নরসিংদীর মনোহরদীতে বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাঁচা সড়ক পাকাকরণের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। উপজেলার শুকুন্দী ইউনিয়নের উত্তর নারান্দী মাটির বাসন রেস্টুরেন্টের কাছ থেকে সুতালরীকান্দা সংযোগ সড়কের উত্তর নারান্দী ঈদগাহ পর্যন্ত ৫০০ মিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। 

স্থানীয়রা জানান, এক বছরেরও বেশি সময় আগে এই সড়কের কাজের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত সড়কের কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। দোয়েল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির কাজের দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সড়কে বক্স কেটে বালু ও ইটের খোয়া ফেলা হয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। এখন এই সড়ক দিয়ে এলাকার মানুষ খুবই কষ্ট করে চলাচল করছে। এবারের ঈদুল ফিতরের নামাজ আদায় করতেও সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে যেতে হয়েছে। এমনকি আশপাশের জমির ধান কেটে নিয়ে যেতেও কষ্ট হয়েছে। 

স্থানীয় মো. তোফাজ্জল হোসেন নামে একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে সড়কের কাজ শুরু হলেও এখনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ রয়েছে। এই সড়কের অনেক জায়গা ভেঙে পড়ে গেছে। এর জন্য এলাকার মানুষকে অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে মুখ থুবড়ে পড়ে আছে সড়ক সংস্কারের কাজএকই গ্রামের পঞ্চাশোর্ধ্ব কফিল উদ্দিন ওই সড়ক দিয়ে সাইকেল নিয়ে হেঁটে নারান্দী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মুচকি হেসে বলেন, ‘আমরা কইলে তো দোষ হইবে। কোন মানুষ যে এই সড়কের কাম পাইছে তা আল্লায় ভালো জানে।’ 

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

মনোহরদী উপজেলা প্রকৌশলী মো. মীর মাহিদুল ইসলাম বলেন, ‘সড়কটির নির্মাণকাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আশা করছি, ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত