Ajker Patrika

মধুপুর বনে মিলল নারীর অর্ধগলিত লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪২
মধুপুর বনে মিলল নারীর অর্ধগলিত লাশ

টাঙ্গাইলের মধুপুর বন থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বনাঞ্চলের জাঙ্গালিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে মধুপুর বনাঞ্চলের উত্তর জাঙ্গালিয়া এলাকায় স্থানীয় নারীরা লাকড়ি কুড়াতে যান। বেলা পৌনে ১১টার দিকে তাঁরা জঙ্গলের ভেতরে লাশ দেখে চিৎকার করেন। এ সময় পাশের সামাজিক বনায়ন বাগানে কর্মরত শ্রমিকেরা লাশ দেখে মধুপুর থানা-পুলিশকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া ওই নারীর পরনের সবুজ রঙের জামা ও লাল রঙের পায়জামা রয়েছে। নারীর লাশ ফুলে গেছে। মাথার একাংশ ও মুখমণ্ডল অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পচন ধরেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। সিআইডি ও ফরেনসিক বিভাগের সদস্যরা এই কাজে সহযোগিতা করছেন। ময়নাতদন্ত শেষে পরিচয় পাওয়া গেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত