Ajker Patrika

বহিষ্কার করলেই বিএনপি ছাড়ব, ভাবা বোকামি: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ০৯: ৫১
বহিষ্কার করলেই বিএনপি ছাড়ব, ভাবা বোকামি: তৈমুর

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, বিষয়টি দেশনেত্রী বেগম খালেদা জিয়াও জানেন না। বিএনপি অনেক বড় একটা দল। এখানে অনেক কিছুই হয়। কিন্তু বহিষ্কার করলেই আমি বিএনপি ছেড়ে চলে যাব, এটা ভাবা বোকামি। আমি দলের জন্য ছিলাম এবং এখনো আছি।’

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নিজ বাড়িতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।

তৈমুরের স্বজনেরা জানিয়েছেন, সম্প্রতি তিনি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে দেখা করে এসেছেন। এর পরপরই নারায়ণগঞ্জ শহরে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন তৈমুর আলম খন্দকার।

তৈমুর বলেন, ‘আগামী ৩০ মে আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী। এটা এমন একটা সময়, যখন জাতীয় নির্বাচন সামনে। যথাযথভাবে দিনটি পালনের উদ্যোগ নিচ্ছি। আশা রাখি সরকারি দলের লোকজন অতি উৎসাহী হয়ে কিছু করবে না। যদি কিছু করে, তাহলে আমরা মোকাবিলা করব। তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি ঝুঁকি নিয়েছি। আমার শরীরে গুলিও লেগেছে। এক-এগারোর সময় তারেক জিয়ার মামলা লড়তে গিয়ে পাঁচ দিনের মাথায় আমি নিজে অ্যারেস্ট হয়ে গেছি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

কর্মীদের উদ্দেশে তৈমুর বলেন, ‘পদ-পদবির চাইতে জনগণের মণিকোঠায় থাকাটা বড় পাওয়া। দেশনেত্রী এখন বন্দী। তার মুক্তির জন্য আমাদের কাজ করে যেতে হবে। দলে ভুল বোঝাবুঝি থাকবেই। আপনাদের বুঝে নিতে হবে কে সৎ এবং কে প্রতারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত