Ajker Patrika

বিএনপি সরকারকে উৎখাতের জন্য উদ্ভট কথাবার্তা বলছে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি
বিএনপি সরকারকে উৎখাতের জন্য উদ্ভট কথাবার্তা বলছে: শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি বলছে দেশে দুর্ভিক্ষ চলছে, এই আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া দুর্ভিক্ষ থেকে উদ্ধার পাওয়া যাবে না। কিন্তু তারা কোথায় দুর্ভিক্ষ দেখল আমি জানি না। আওয়ামী লীগ সরকার উৎখাতের জন্য বিএনপি ১৩ বছর ধরে নানা উদ্ভট কথাবার্তা বলে আসছে। কিন্তু কোনো অবস্থাতেই তা কাজ হচ্ছে না।’

আজ বুধবার মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এসব কথা বলেন শাজাহান খান।

শাজাহান খান বলেন, ‘আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, দেখতে নারী তার চলন বাঁকা। এখন বিএনপির অবস্থা হচ্ছে তাই। আওয়ামী লীগের কোনো ভালো কাজ তাদের এখন চোখে পড়বে না। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, এই পরিস্থিতিতে সারা বিশ্বেই অর্থনৈতিক অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। আমাদের দেশ তো সেই তুলনায় অন্য দেশের চাইতে এখন পর্যন্ত অনেক ভালো আছে।’

শাজাহান খান বলেন, ‘মানুষ যদি খেতে না পায় বা না খেয়ে মারা গেছে এমন হলে তাকে দুর্ভিক্ষ বলে। আমাদের প্রচুর খাদ্য মজুত রয়েছে, উৎপাদনও ভালো হচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তবে শুধু আমাদের দেশে না, কোথায় কী হবে বলা মুশকিল। তবে যুদ্ধ দ্রুত শেষ হলে সব দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আমরা এখন যেই অবস্থানে আছি যথেষ্ট ভালো আছি। এটা কোনোভাবেই দুর্ভিক্ষের পরিস্থিতি নয়। এটা বিএনপির একটি বানানো অজুহাত। তারা সব সময় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য এমন উদ্ভট কথা বলে আসছে।’ 

এর আগে তিনি মাদারীপুর জেলা আইন শৃঙ্খলা সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত