ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বড় ভাইয়ের ধারালো কাঁচির কোপে আহত কাইয়ুম হাওলাদার (২৫) মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর লাশ নিয়ে আসা হয়েছে।
কাইয়ুম হাওলাদার জেলা সদরের কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে বড় ভাই নাঈম হাওলাদারের (৩৫) কাঁচির (ধারালো কাস্তে) কোপে গুরুতর আহত হন তিনি। কাইয়ুমের সৌদি আরব যেতে চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার মধ্যে এই হামলা করা হয়। নাঈম ফরিদপুর শহরের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পান-বিড়ির দোকান করতেন। কাইয়ুমের মৃত্যুর ঘটনায় পলাতক বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই কাইয়ুম হাওলাদারের সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি চলছিল। এর জন্য ৫ লাখ টাকা খরচ হয়। বিষয়টি বড় ভাই নাঈম জানতে পেরে বাবার কাছে ৫ লাখ টাকা অথবা বিদেশ পাঠানোর দাবি করেন। কাইয়ুম যেহেতু কিছু করেন না, তাই তাঁদের বাবা, ছোট ছেলেকে এখন বিদেশে পাঠানোর কথা বলেন। কাইয়ুম যাওয়ার পর নাঈমকেও পাঠানো হবে বলে তিনি আশ্বাস দেন। কিন্তু বাবার কথায় সন্তুষ্ট হতে পারেননি বড় ভাই নাঈম। মা-বাবার উপস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই ভাই। একপর্যায়ে বড় ভাই উত্তেজিত হয়ে ধারালো কাঁচি দিয়ে ছোট ভাইয়ের পাঁজরে কোপ দেন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাইয়ুমকে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তিনি বলেন, কাইয়ুমের মৃত্যুর খবর পাওয়ার পর নাঈম আত্মগোপনে চলে গেছেন। আজ সন্ধ্যায় লাশ ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছালে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, লাশটি আগামীকাল রবিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি বলেন, নাঈমকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে তাঁর বাবা একটি এজাহার দিয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে।
ফরিদপুরে বড় ভাইয়ের ধারালো কাঁচির কোপে আহত কাইয়ুম হাওলাদার (২৫) মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর লাশ নিয়ে আসা হয়েছে।
কাইয়ুম হাওলাদার জেলা সদরের কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে বড় ভাই নাঈম হাওলাদারের (৩৫) কাঁচির (ধারালো কাস্তে) কোপে গুরুতর আহত হন তিনি। কাইয়ুমের সৌদি আরব যেতে চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার মধ্যে এই হামলা করা হয়। নাঈম ফরিদপুর শহরের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পান-বিড়ির দোকান করতেন। কাইয়ুমের মৃত্যুর ঘটনায় পলাতক বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই কাইয়ুম হাওলাদারের সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি চলছিল। এর জন্য ৫ লাখ টাকা খরচ হয়। বিষয়টি বড় ভাই নাঈম জানতে পেরে বাবার কাছে ৫ লাখ টাকা অথবা বিদেশ পাঠানোর দাবি করেন। কাইয়ুম যেহেতু কিছু করেন না, তাই তাঁদের বাবা, ছোট ছেলেকে এখন বিদেশে পাঠানোর কথা বলেন। কাইয়ুম যাওয়ার পর নাঈমকেও পাঠানো হবে বলে তিনি আশ্বাস দেন। কিন্তু বাবার কথায় সন্তুষ্ট হতে পারেননি বড় ভাই নাঈম। মা-বাবার উপস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই ভাই। একপর্যায়ে বড় ভাই উত্তেজিত হয়ে ধারালো কাঁচি দিয়ে ছোট ভাইয়ের পাঁজরে কোপ দেন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাইয়ুমকে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তিনি বলেন, কাইয়ুমের মৃত্যুর খবর পাওয়ার পর নাঈম আত্মগোপনে চলে গেছেন। আজ সন্ধ্যায় লাশ ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছালে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, লাশটি আগামীকাল রবিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি বলেন, নাঈমকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে তাঁর বাবা একটি এজাহার দিয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে।
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন নড়াই খাল যেন মশার কারখানায় পরিণত হয়েছে। খালটির স্থির পানিতে সারা বছরই চোখে পড়ে মশার লার্ভা। নিকটবর্তী জিরানি খালেরও একই দশা। এতে খাল দুটি হয়ে উঠছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ বিস্তারের উৎস। মশার উৎপাতে অতিষ্ঠ এ দুটি খালসংলগ্ন বনশ্রী, আফতাবনগর ও নন্দীপাড়া
১২ মিনিট আগেমৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
৩৬ মিনিট আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
৪০ মিনিট আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
৪৪ মিনিট আগে