Ajker Patrika

বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৪, গুরুতর আহত ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২২, ১২: ৫৯
বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৪, গুরুতর আহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরএলাকায় ঈদের দিন বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরও দুজন।

নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার আলতাফ হোসেনের মেয়ে রেনু বেগম (৫০) ও গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে হোসেন (৪৫)। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ঈদের দিন বিকেলে ফাঁকা মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি ভেতরে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। আহতরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

দুর্ঘটনা-কবলিত-বাস-ও-সিএনজিএ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে সফিপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মোট চারজন নিহত হয়েছেন। আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত