Ajker Patrika

মাস্ক না দেওয়ায় ইউএনও অফিসের কর্মচারীকে মারধরের অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯: ১০
মাস্ক না দেওয়ায় ইউএনও অফিসের কর্মচারীকে মারধরের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে অতিরিক্ত মাস্ক না দেওয়ায় ইউএনও অফিসের কর্মচারী তারেক ভূঁইয়াকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফ হোসেন তাঁকে মারধর করেছেন। আজ শুক্রবার বিকেলে এই অভিযোগ করেন তারেক ভূঁইয়া। 

জানা গেছে, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ মাঠে উপস্থিত সবাইকে মাস্ক দেওয়া হয়। এ সময় কলেজশিক্ষক শরীফ হোসেন ইউএনও অফিসের অফিস সহকারী মিঠুন দত্তের কাছে মাস্ক চান। তিনি তাঁকে একটি মাস্ক দেন। পরে আরও পাঁচটি মাস্ক চাইলে মিঠুন দত্ত ওই শিক্ষককে তা দিতে অপারগতা প্রকাশ করেন। আর তাতেই কলেজশিক্ষক শরীফ হোসেন ক্ষিপ্ত হয়ে মিঠুনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় ইউএনও অফিসের জারিকারক তারেক ভূঁইয়া ঘটনার প্রতিবাদ করলে তাঁর ওপরও ওই শিক্ষক চড়াও হন। একপর্যায়ে ওই শিক্ষক তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। 

তারেক ভূঁইয়া বলেন, ‘শিক্ষকের ঘুষিতে আমার চোখের নিচে জখম হয়েছে। এ ছাড়া আমাকে মারতে বাধা দিলে শামসুন্নাহার নামে আমাদের আরেক নারী সহকর্মীর গায়েও হাত তুলেছেন ওই শিক্ষক। ঘটনার সময় উপজেলা যুব উন্নয়নের এক কর্মকর্তা ওই শিক্ষককে শান্ত করতে চাইলে তাঁর সঙ্গেও তিনি খারাপ আচরণ করেন।’ 

তারেক ভূঁইয়া জানান, এরই মধ্যে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ছাড়া ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মিঠুন দত্ত এবং শামসুন্নাহারও ইউএনওর কাছে অভিযোগ করেছেন।

এ ব্যাপারে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এরশাদ বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে প্রজাতন্ত্রের কর্মচারীর গায়ে হাত দেওয়া কোনোভাবেই তাদের সংগঠন মেনে নেবে না। দোষীর ব্যক্তির উপযুক্ত বিচারের পাশাপাশি অতি দ্রুত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

অভিযোগ অস্বীকার করে শিক্ষক শরীফ হোসেন বলেন, ‘আমাদের জন্য আরও পাঁচটি মাস্ক প্রয়োজন ছিল। আমি প্রয়োজনীয় মাস্ক চাইতে গেলে কর্তব্যরত মিঠুন আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমি কারও গায়ে হাত তুলিনি। বরং তারেক আমাকে মারতে উদ্যত হয়েছিলেন।’

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া বলেন, ‘দেশের জাতীয় একটি কর্মসূচিতে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যিনি এ ঘটনার সৃষ্টি করেছেন, তিনি মোটেও ঠিক করেননি।’ 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান বলেন, ‘জাতীয় দিবসের এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত