নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি। সে মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় জামিনে ছিলেন।
আজ বুধবার সন্ধ্যায় সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান মেহেদী হাসান অমিকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি ছিনতাইয়ের মামলায় মেহেদী ১৪ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেদীর গ্রামের বাড়ি সিলেটের কোতোয়ালী এলাকায়।
ঘটনার দিন আনসার আল ইসলামের অন্যান্য ১৩ সদস্যের সঙ্গে আদালতে হাজিরা দিয়ে বের হয়েছিলেন মেহেদী। পুলিশ পরবর্তীতে জঙ্গি ছিনতাইয়ের মামলায় তাকে আসামি করে। এই মামলায়ই তাকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
গত রোববার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে (সিজেএম) মোহাম্মদপুরের একটি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলার শুনানি ছিল। ওই মামলায় কারাগারে থাকা ১২ জন এবং জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে বেলা পৌনে ১২টার দিকে তাদের মধ্যে চার আসামিকে এক কনস্টেবল গারদে নেওয়ার সময় সিজেএম ফটকের সামনে আনসার আল ইসলামের সদস্যরা হামলা চালায়। দুই জঙ্গি মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে (৩৪) ছিনিয়ে নেয় তাঁরা। এই ঘটনায় পুরান ঢাকার কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্ত করছে সিটিটিসি। তবে এখনও দুই জঙ্গির কোন হদিস মেলাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই সম্পর্কিত আরও পড়ুন:
ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি। সে মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় জামিনে ছিলেন।
আজ বুধবার সন্ধ্যায় সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান মেহেদী হাসান অমিকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি ছিনতাইয়ের মামলায় মেহেদী ১৪ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেদীর গ্রামের বাড়ি সিলেটের কোতোয়ালী এলাকায়।
ঘটনার দিন আনসার আল ইসলামের অন্যান্য ১৩ সদস্যের সঙ্গে আদালতে হাজিরা দিয়ে বের হয়েছিলেন মেহেদী। পুলিশ পরবর্তীতে জঙ্গি ছিনতাইয়ের মামলায় তাকে আসামি করে। এই মামলায়ই তাকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
গত রোববার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে (সিজেএম) মোহাম্মদপুরের একটি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলার শুনানি ছিল। ওই মামলায় কারাগারে থাকা ১২ জন এবং জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে বেলা পৌনে ১২টার দিকে তাদের মধ্যে চার আসামিকে এক কনস্টেবল গারদে নেওয়ার সময় সিজেএম ফটকের সামনে আনসার আল ইসলামের সদস্যরা হামলা চালায়। দুই জঙ্গি মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে (৩৪) ছিনিয়ে নেয় তাঁরা। এই ঘটনায় পুরান ঢাকার কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্ত করছে সিটিটিসি। তবে এখনও দুই জঙ্গির কোন হদিস মেলাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই সম্পর্কিত আরও পড়ুন:
মামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
২ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেবরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেগত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা..
১৪ মিনিট আগে