Ajker Patrika

বালিয়াকান্দিতে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন দিনমজুর মানুষজন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বালিয়াকান্দিতে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন দিনমজুর মানুষজন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আবহাওয়া বিরূপ আচরণ ধারণ করেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল শনিবার থেকে অল্প পরিমাণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আজ রোববার সকাল থেকে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ জনজীবন স্থবির হয়ে উঠেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। সময়ের সঙ্গে 

জানা যায়, গতকাল থেকে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং আজও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার অসহায় দিনমজুর মানুষজন বিপাকে পড়েছেন। একই সঙ্গে হাটবাজারস্থ ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনে কিছু মানুষ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেটি সারতেও যানবাহনসহ নানা বিড়ম্বনায় পড়ছেন তাঁরা। শুধু তাই নয়, গ্রামীণ কাঁচা রাস্তাগুলোও কাঁদায় পরিণত হয়েছে। এ ছাড়া অবিরাম বর্ষণের কারণে কৃষকেরা শীতকালীন সবজি খেতের ক্ষতির আশঙ্কায় রয়েছেন। 
 
ভ্যান চালক মমিন বলেন, গতকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। আজ সকাল থেকে অঝোরে বৃষ্টির কারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছিলাম না। সকাল গড়িয়ে বিকেল এসেও একই অবস্থা। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যাত্রী পাইনি। 

পত্রিকা বিক্রেতা মনোয়ার হোসেন বলেন, ঝড় হোক, বৃষ্টি হোক আমাদের পত্রিকা সকল গ্রাহককেই সকাল সকাল পৌঁছে দিতে হয়। তবে অসময়ে বৃষ্টি আমাদের জীবনে এক অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। গ্রাহকদের পত্রিকা পৌঁছে দিতে এই বৃষ্টি আমাদের খুবই সমস্যা সৃষ্টি করছে। 

ইজিবাইক চালক নাজমুল হোসেন বলেন, সারা দিনে দুটি খ্যাপ মেরেছি। তা দিয়ে বাজার খরচ করাই দায় হয়ে পড়বে। 

ফ্লেক্সিলোড ব্যবসায়ী তন্ময় বলেন, বাজারে যত মানুষ থাকবে তত আমাদের ফ্লেক্সিলোডের ব্যবসা হবে। গতকাল শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আজ আবার পরিমাণ আরও বেড়েছে। তাই ফ্লেক্সিলোডের জন্য গ্রাহক নেই বললেই চলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত