Ajker Patrika

পদ্মায় ফের উদ্ধার অভিযান শুরু, আসেনি জাহাজ 'প্রত্যয়'

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৮: ২৯
পদ্মায় ফের উদ্ধার অভিযান শুরু, আসেনি জাহাজ 'প্রত্যয়'

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়েছে। শক্তিশালী জাহাজ প্রত্যয় এখনো না আসায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ 'হামজা' উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে যৌথভাবে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

গতকাল রাত আটটায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা করে আজ শুক্রবার সকাল সাতটা থেকে ফের উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করা হয়। 

এদিকে ফেরিডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৫টি মালবাহী কাভার্ড ভ্যান। এগুলো ফেরি নিচে বা আশপাশে চাপা পড়ে আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ ছাড়া গত দুই দিনে উদ্ধার করা আরও ৪টি ট্রাক নদীর পাড়ে এলোমেলো অবস্থায় রাখা হয়েছে। 

উদ্ধারকারী জাহাজ হামজা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথোরিটি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, পদ্মায় ফেরিডুবির পরপরই তাঁরা উদ্ধার অভিযান শুরু করে। গত দুই দিনে তাঁরা ৯টি মালবাহী কাভার্ড ভ্যান উদ্ধার করেছে। ফেরি উদ্ধারে হামজার সক্ষমতা না থাকায় নদী থেকে তা তোলা সম্ভব হয়নি। 

তিনি দাবি করেছেন ফেরিটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় তিন দিন আগে রওনা হয়েছে। আজ বিকেল নাগাদ জাহাজটি পাটুরিয়া ঘাটে পৌঁছাতে পারে। প্রত্যয় আসা মাত্র ফেরি উদ্ধার শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত