নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ সেই তরুণের পরিচয় পাওয়া গেছে। আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর গতকাল রোববার রাতে স্বজনেরা তাঁর খোঁজ পান। এরপর হাসপাতালে গিয়ে তাঁরা তরুণের সম্পর্কে জানতে পারেন।
এর আগে ছেলের খোঁজ না পেয়ে ওই তরুণের বাবা নিজের ছেলে মনে করে অন্য একজনের লাশ দাফন করেন। মৃত হিসেবে দাফনের পর ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে তিনি আনন্দে কান্না করে দেন। তবে ছেলের উপযুক্ত চিকিৎসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
চিকিৎসাধীন তরুণের নাম রিফাত হোসেন (১৯)। তাঁর বাবার নাম লুৎফর রহমান। বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মৈশাবান ইউনিয়নের পারানির পাড়া গ্রামে। তিনি মা-বাবার সঙ্গে আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় থাকেন ও স্থানীয় সিঞ্জুরিয়া দারুল ইসলাম ফাজিল মাদ্রাসায় পড়ালেখা করেন।
রিফাতের পরিবার থেকে জানানো হয়েছে, রিফাত আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরীক্ষার জন্য তিনি মাদ্রাসার হোস্টেলে থাকতেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে মাদ্রাসা বন্ধ করে দেওয়ায় তিনি বাসায় চলে যান। গত ৫ আগস্ট সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। ওই দিন কয়েকবার মোবাইল ফোনে পরিবারের সঙ্গে তাঁর কথা হলেও বিকেল ৫টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই দিন বাসার অদূরে আশুলিয়া থানার পাশে বাইপালে গোলাগুলির খবর পেয়ে স্বজনেরা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেন। এনাম মেডিকেলেও খোঁজ নেওয়া হয়। কিন্তু কোনো হাসপাতালেই রিফাতের খোঁজ মেলে না।
রিফাতের বাবা লুৎফর রহমান বলেন, ‘রিফাতকে না পেয়ে এক প্রতিবেশীর তথ্য অনুযায়ী পরের দিন (৬ আগস্ট) আশুলিয়া থানার সামনে যাই। সেখানে একটি পোড়া লেগুনার ভেতরে দুটি পোড়া লাশ দেখতে পাই। দাঁত উঁচা একটি লাশ দেখে ওই লাশটি আমার ছেলের বলে শনাক্ত করি। কারণ আমার ছেলেরও দাঁত উঁচা। এরপর সেই লাশ গ্রামের বাড়ি নিয়ে গিয়ে দাফন করে আশুলিয়ায় চলে আসি। গতকাল রোববার রাতে ওর এক বন্ধু আজকের পত্রিকার সংবাদের সঙ্গে ছাপা হওয়া ছবি দেখে চিনতে পেরে আমাকে মোবাইল ফোনে কল করেন। এরপর এনাম মেডিকেলে গিয়ে আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পাই।’
লুৎফর রহমান বলেন, ‘ছেলেকে জীবিত পেলেও আমরা তাঁকে নিয়ে শঙ্কিত। হাসপাতালের পক্ষ থেকে টাকা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হলেও এখন পর্যন্ত তাঁর মাথার ভেতরে গুলি বের করতে পারেননি। যা বের করা ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকেরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমার ছেলেকে ঢাকার কোনো হাসপাতালে বা দেশের বাইরে নিয়ে যাব সে সামর্থ্য আমার নাই। আবার গুলি বের না করলেও সে সুস্থ হবে না।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘গত ৫ আগস্ট সন্ধ্যার দিকে কয়েকজন লোক ছেলেটিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁর মাথার পেছন দিক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাঁকে নিউরো আইসিওতে ভর্তি করে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিও বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আরিফ হাসান তানভীর বলেন, ‘ছেলেটির মাথার পেছন দিক থেকে গুলি ঢুকে মাথার মাঝ বরাবর মস্তিষ্কের মধ্যে আটকে রয়েছে। গুলিটি বের করা বেশ ঝুঁকির কাজ। অস্ত্রোপচারের সময় টেবিলেই তাঁর মৃত্যু হতে পারে। তাই গুলি বের করার চেষ্টা না করে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনফেকশন না হলে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।’
ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ সেই তরুণের পরিচয় পাওয়া গেছে। আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর গতকাল রোববার রাতে স্বজনেরা তাঁর খোঁজ পান। এরপর হাসপাতালে গিয়ে তাঁরা তরুণের সম্পর্কে জানতে পারেন।
এর আগে ছেলের খোঁজ না পেয়ে ওই তরুণের বাবা নিজের ছেলে মনে করে অন্য একজনের লাশ দাফন করেন। মৃত হিসেবে দাফনের পর ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে তিনি আনন্দে কান্না করে দেন। তবে ছেলের উপযুক্ত চিকিৎসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
চিকিৎসাধীন তরুণের নাম রিফাত হোসেন (১৯)। তাঁর বাবার নাম লুৎফর রহমান। বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মৈশাবান ইউনিয়নের পারানির পাড়া গ্রামে। তিনি মা-বাবার সঙ্গে আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় থাকেন ও স্থানীয় সিঞ্জুরিয়া দারুল ইসলাম ফাজিল মাদ্রাসায় পড়ালেখা করেন।
রিফাতের পরিবার থেকে জানানো হয়েছে, রিফাত আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরীক্ষার জন্য তিনি মাদ্রাসার হোস্টেলে থাকতেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে মাদ্রাসা বন্ধ করে দেওয়ায় তিনি বাসায় চলে যান। গত ৫ আগস্ট সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। ওই দিন কয়েকবার মোবাইল ফোনে পরিবারের সঙ্গে তাঁর কথা হলেও বিকেল ৫টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই দিন বাসার অদূরে আশুলিয়া থানার পাশে বাইপালে গোলাগুলির খবর পেয়ে স্বজনেরা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেন। এনাম মেডিকেলেও খোঁজ নেওয়া হয়। কিন্তু কোনো হাসপাতালেই রিফাতের খোঁজ মেলে না।
রিফাতের বাবা লুৎফর রহমান বলেন, ‘রিফাতকে না পেয়ে এক প্রতিবেশীর তথ্য অনুযায়ী পরের দিন (৬ আগস্ট) আশুলিয়া থানার সামনে যাই। সেখানে একটি পোড়া লেগুনার ভেতরে দুটি পোড়া লাশ দেখতে পাই। দাঁত উঁচা একটি লাশ দেখে ওই লাশটি আমার ছেলের বলে শনাক্ত করি। কারণ আমার ছেলেরও দাঁত উঁচা। এরপর সেই লাশ গ্রামের বাড়ি নিয়ে গিয়ে দাফন করে আশুলিয়ায় চলে আসি। গতকাল রোববার রাতে ওর এক বন্ধু আজকের পত্রিকার সংবাদের সঙ্গে ছাপা হওয়া ছবি দেখে চিনতে পেরে আমাকে মোবাইল ফোনে কল করেন। এরপর এনাম মেডিকেলে গিয়ে আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পাই।’
লুৎফর রহমান বলেন, ‘ছেলেকে জীবিত পেলেও আমরা তাঁকে নিয়ে শঙ্কিত। হাসপাতালের পক্ষ থেকে টাকা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হলেও এখন পর্যন্ত তাঁর মাথার ভেতরে গুলি বের করতে পারেননি। যা বের করা ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকেরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমার ছেলেকে ঢাকার কোনো হাসপাতালে বা দেশের বাইরে নিয়ে যাব সে সামর্থ্য আমার নাই। আবার গুলি বের না করলেও সে সুস্থ হবে না।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘গত ৫ আগস্ট সন্ধ্যার দিকে কয়েকজন লোক ছেলেটিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁর মাথার পেছন দিক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাঁকে নিউরো আইসিওতে ভর্তি করে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিও বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আরিফ হাসান তানভীর বলেন, ‘ছেলেটির মাথার পেছন দিক থেকে গুলি ঢুকে মাথার মাঝ বরাবর মস্তিষ্কের মধ্যে আটকে রয়েছে। গুলিটি বের করা বেশ ঝুঁকির কাজ। অস্ত্রোপচারের সময় টেবিলেই তাঁর মৃত্যু হতে পারে। তাই গুলি বের করার চেষ্টা না করে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনফেকশন না হলে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
৫ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।
১১ মিনিট আগেযশোর জিলা স্কুল জামে মসজিদের খতিব আশরাফ আলী। চলতি বছরে হজে যেতে যোগাযোগ করেন যশোর শহরের টিবি ক্লিনিক রোডের স্মার্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি হজ এজেন্সির সঙ্গে। প্রাক্-নিবন্ধন, যাবতীয় কাগজপত্রসহ এজেন্সির কথায় চুক্তিবদ্ধ হয়ে ৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু চূড়ান্ত কাগজপত্র না...
১৯ মিনিট আগেজনবলের সংকটে ভুগছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দরিদ্র মানুষের চিকিৎসার ক্ষেত্রে শেষ আস্থা ও ভরসার স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র ৩ চিকিৎসক দিয়েই চলছে। অথচ ১১ চিকিৎসকের পদ রয়েছে। সংকট রয়েছে অন্যান্য পদেও। হয় না কোনো ধরনের অস্ত্রোপচার। সব মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে...
২৬ মিনিট আগে