Ajker Patrika

রাজধানীর উত্তরায় মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯: ৫৮
রাজধানীর উত্তরায় মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

রাজধানীর উত্তরায় সাঈদ গ্রাউন্ড সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। তিন পাশ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। সংলগ্ন মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে গিয়ে রাত ২টায় এ দৃশ্য দেখা যায়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, একদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন, অন্যদিকে বিকট শব্দে আগুন দাউদাউ করে জ্বলছে। আর নিচের দিকে অগুনের ফুলকি ছিটকে পড়ছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উত্তরার বিএনএস সেন্টার-সংলগ্ন ওই মার্কেটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে। আরও আটটি ইউনিট পথে রয়েছে।

রাত ৩টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুর্ঘটনাসংক্রান্ত তথ্য বোর্ড (মিডিয়া সেল) থেকে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৪টি ইউনিট।

ফায়ার সার্ভিস বলছে, পঞ্চম অথবা ষষ্ঠ তলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। 

প্রত্যক্ষদর্শী হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘মার্কেটের পাশের একটি চায়ের দোকানে আমরা চার-পাঁচজন মিলে চা খাচ্ছিলাম। মার্কেটের নাম লেখার জায়গা থেকে হঠাৎ করে বিকট শব্দ হয়। সেই সঙ্গে আগুনের একটি ফুলকি বেরিয়ে আসে। তখন মার্কেটের দেয়ালের কাচ নিচ দিকে ভেঙে পড়তে শুরু করে।’

তিনি বলেন, ‘তাৎক্ষণিক আমি মার্কেটের সব সিকিউরিটি গার্ড আনসার সদস্যদের ডেকে মার্কেট থেকে বের করে নিয়ে আসি।'

প্রত্যক্ষদর্শী আবুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাঈদ গ্রাউন্ড সেন্টারের পঞ্চম তলার রাস্তার পাশের জায়গা থেকে বিকট শব্দে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে দাউদাউ করে মার্কেটের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।’

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণের জন্য পথে আরও ইউনিট রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ডিএমপির বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো আমরা কোনো হতাহতের খবর পাইনি। মার্কেটে রাতে আসলে কেউ থাকার কথা না।’

এদিকে মার্কেটের আগুন দেখতে চারপাশে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে গেছে। পানির ব্যবস্থার জন্য চেষ্টা চালানো হয়েছে। উত্তরা, টঙ্গীসহ আশপাশের স্টেশনের ফায়ার ফাইটাররা একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত