জাবি প্রতিনিধি
চাঁদার দাবিতে সাভারের এক মুক্তিযোদ্ধা নার্সারিতে তালা দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৬ এপ্রিল) রাতে ভুক্তভোগী নার্সারির তত্ত্বাবধায়ক মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার (১৫ এপ্রিল) নার্সারির গেটে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ২ লাখ টাকা চাঁদা দাবি করে তালা মেরে দেয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে কোনো টাকা ছাড়াই তারা তালা খুলে দেয়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহসভাপতি আবুল কালাম আজাদ, শাহ পরান, মো. হাসান মাহমুদ ফরিদ ও আবদুল্লাহ আল ফারুক ইমরান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন আবাসিক হলে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ এপ্রিল থেকে কয়েক দিন গেটে তালা মেরে রাখেন অভিযুক্ত ছাত্রলীগ নেতারা। একপর্যায়ে কোনো টাকা না নিয়েই তালা খুলে দেন তাঁরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা পড়েনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা কোনো চাঁদাবাজি করতে সেখানে যাইনি। নার্সারির মূল মালিক হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা নূরুল আমিন। তার কাছ থেকে কিছু টাকা বকেয়া ছিল। সে ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। আমরা বকেয়া টাকা পরিশোধ করার কথা বলেছি। কিন্তু কোনো চাঁদা দাবি করিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘তালা ঝোলানো কিংবা খোলার বিষয়টি আমি অবগত নই। তবে ওই নার্সারির তত্ত্বাবধায়কের কাছে বিশ্ববিদ্যালয় ও মূল মালিকের পাওনা নিয়ে দুই পক্ষই আমার কাছে এসেছিল। পরে নিজেরা কথা বলে তারাই বিষয়টি সমাধান করেছে।’
এদিকে এস্টেট অফিসের সাবেক ভারপ্রাপ্ত প্রধান ডেপুটি রেজিস্ট্রার নূরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকে আমি আমার বকেয়া টাকা আদায় করতে বলিনি। তাদের কয়েকজন এসে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করেছে, যেন নার্সারির লিজ অন্যজনের নামে লিখে দেওয়া হয়।’
চাঁদার দাবিতে সাভারের এক মুক্তিযোদ্ধা নার্সারিতে তালা দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৬ এপ্রিল) রাতে ভুক্তভোগী নার্সারির তত্ত্বাবধায়ক মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার (১৫ এপ্রিল) নার্সারির গেটে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ২ লাখ টাকা চাঁদা দাবি করে তালা মেরে দেয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে কোনো টাকা ছাড়াই তারা তালা খুলে দেয়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহসভাপতি আবুল কালাম আজাদ, শাহ পরান, মো. হাসান মাহমুদ ফরিদ ও আবদুল্লাহ আল ফারুক ইমরান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন আবাসিক হলে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ এপ্রিল থেকে কয়েক দিন গেটে তালা মেরে রাখেন অভিযুক্ত ছাত্রলীগ নেতারা। একপর্যায়ে কোনো টাকা না নিয়েই তালা খুলে দেন তাঁরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা পড়েনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা কোনো চাঁদাবাজি করতে সেখানে যাইনি। নার্সারির মূল মালিক হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা নূরুল আমিন। তার কাছ থেকে কিছু টাকা বকেয়া ছিল। সে ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। আমরা বকেয়া টাকা পরিশোধ করার কথা বলেছি। কিন্তু কোনো চাঁদা দাবি করিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘তালা ঝোলানো কিংবা খোলার বিষয়টি আমি অবগত নই। তবে ওই নার্সারির তত্ত্বাবধায়কের কাছে বিশ্ববিদ্যালয় ও মূল মালিকের পাওনা নিয়ে দুই পক্ষই আমার কাছে এসেছিল। পরে নিজেরা কথা বলে তারাই বিষয়টি সমাধান করেছে।’
এদিকে এস্টেট অফিসের সাবেক ভারপ্রাপ্ত প্রধান ডেপুটি রেজিস্ট্রার নূরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকে আমি আমার বকেয়া টাকা আদায় করতে বলিনি। তাদের কয়েকজন এসে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করেছে, যেন নার্সারির লিজ অন্যজনের নামে লিখে দেওয়া হয়।’
প্রায় নয় ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপোতে প্রবেশ করেছেন। এ সময়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপো দিয়ে ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে বের হয়ে যাবেন
১৭ মিনিট আগেমাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেশিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
২৮ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
৩৪ মিনিট আগে