নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ঋণখেলাপি মামলার জেরে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলাম। তাঁদের পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করা হয়েছে। তাঁরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলাকারী হলেন পুটিয়া গ্রামের সুমন সরকার। তাঁর বিরুদ্ধে ওই ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে ঋণ খেলাপির মামলা করে এবং এ মামলায় তিনি কারাভোগও করেন। পরে আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।
লিখিত অভিযোগে বলা হয় যে, দুই ব্যাংক কর্মকর্তা আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ব্যাংকটির ঋণ গ্রহিতা পুটিয়া বাজার সংলগ্ন এলাকার জলিল মিয়ার অটো পার্টস দোকানে পরিদর্শন করতে যান। এ সময় জলিলের দোকানে বসে কফি পান করছিলেন তাঁরা। দুপুর ১২টার দিকে অভিযুক্ত সুমন মিয়া ব্যাংকের দুই কর্মকর্তাকে দেখে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন এবং একপর্যায়ে কাঠ দিয়ে তাঁদেরকে বেধরক মারপিটে আহত করা হয়। স্থানীয়রা এতে বাধা দেয় এবং আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গাজি মোহাম্মদ যোবায়ের বলেন, ‘ব্যাংকের নিয়ম অনুযায়ী, আমরা কাউকে ঋণ দেওয়ার পূর্বে ঘটনাস্থল পরিদর্শনে যাই। তেমনি পুটিয়া বাজার এলাকার জলিল মিয়ার দোকানে গেলে সুমন আমাদেরকে মারধর করে রক্তাক্ত করে। চিকিৎসা নিয়ে বিকেলে থানায় অভিযোগ দিয়েছি।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
নরসিংদীতে ঋণখেলাপি মামলার জেরে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলাম। তাঁদের পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করা হয়েছে। তাঁরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলাকারী হলেন পুটিয়া গ্রামের সুমন সরকার। তাঁর বিরুদ্ধে ওই ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে ঋণ খেলাপির মামলা করে এবং এ মামলায় তিনি কারাভোগও করেন। পরে আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।
লিখিত অভিযোগে বলা হয় যে, দুই ব্যাংক কর্মকর্তা আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ব্যাংকটির ঋণ গ্রহিতা পুটিয়া বাজার সংলগ্ন এলাকার জলিল মিয়ার অটো পার্টস দোকানে পরিদর্শন করতে যান। এ সময় জলিলের দোকানে বসে কফি পান করছিলেন তাঁরা। দুপুর ১২টার দিকে অভিযুক্ত সুমন মিয়া ব্যাংকের দুই কর্মকর্তাকে দেখে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন এবং একপর্যায়ে কাঠ দিয়ে তাঁদেরকে বেধরক মারপিটে আহত করা হয়। স্থানীয়রা এতে বাধা দেয় এবং আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গাজি মোহাম্মদ যোবায়ের বলেন, ‘ব্যাংকের নিয়ম অনুযায়ী, আমরা কাউকে ঋণ দেওয়ার পূর্বে ঘটনাস্থল পরিদর্শনে যাই। তেমনি পুটিয়া বাজার এলাকার জলিল মিয়ার দোকানে গেলে সুমন আমাদেরকে মারধর করে রক্তাক্ত করে। চিকিৎসা নিয়ে বিকেলে থানায় অভিযোগ দিয়েছি।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
৬ মিনিট আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণে নিরাপত্তাঝুঁকি এড়াতে ঢাকার বাইরের এয়ারফিল্ডগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ঢাকার বাইরে পড়ে থাকা ছয়টি এয়ারফিল্ড সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।
১ ঘণ্টা আগে