Ajker Patrika

নিবন্ধনের জন্য এবি পার্টির ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিবন্ধনের জন্য এবি পার্টির ফরম সংগ্রহ

নির্বাচন কমিশন কর্তৃক নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশের কয়েক দিনের মধ্যে ফরম সংগ্রহ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ফরম সংগ্রহ করেন।

এবি পার্টির নেতারা ইসি সচিবালয়ে গেলে উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ) আবদুল হালিম খান তাঁদের স্বাগত জানান।
 
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ইসির উপসচিব রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত ফরম-১ হস্তান্তর করে এ–সম্পর্কিত বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। পার্টির প্রতিনিধিদল নিবন্ধনের অনেক শর্তকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে সেগুলো সংশোধনের পরামর্শ দেন।
 
এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, নিবন্ধনের শর্তে দলের নামে জেলা-উপজেলায় অফিস ভাড়ার চুক্তিপত্র ও ব্যাংক হিসাব খোলার কথা আছে। অথচ দলের নামে ব্যাংক হিসাব খোলা বা অফিস ভাড়া নিতে গেলে দলের নিবন্ধন ছাড়া কোনো ব্যাংক হিসাব খুলতে ও ভূমির মালিক অফিস ভাড়া দিতে রাজি হয় না।
 
নেতৃবৃন্দ আরও বলেন, নিবন্ধনের শর্তে এক-তৃতীয়াংশ জেলা ও উপজেলায় কমিটি ও ২০০ করে ভোটারের সম্মতির প্রমাণ পত্র উপস্থাপনের কথা বলা হয়েছে অথচ আমরা জেলা-উপজেলা পর্যায়ে দলের সদস্য সংগ্রহের জন্য রাজনৈতিক সভা করতে গেলে বহু জায়গায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সভা করতে বাঁধা দেয়। তারা বলে নিবন্ধন না থাকলে সভা করার অনুমতি দেওয়া হবে না। 

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সভা সমাবেশ ও স্বাধীন মত প্রকাশ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সেখানে পুলিশি অনুমতির কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের এই সকল প্রহসনমূলক শর্ত ও নীতিমালাকে সংশোধন ও সহজতর করার দাবি জানান।
 
প্রতিনিধিদলে নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক ও উপ-কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, উপ-কমিটির সদস্য শাহ আব্দুর রহমান ও মোহাম্মদ প্রিন্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত