নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নির্মূলে কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় বিশেষ মশক নিধন অভিযান শুরুর পর ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন। মশা নিধনে ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হওয়া এই বিশেষ মশক নিধন অভিযান চলবে ১৬ মার্চ পর্যন্ত।
ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘বিমানবন্দরসহ সরকারের বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ নেই। তবে ঢাকা বিমানবন্দর বাংলাদেশের প্রধান গেটওয়ে, এখানে মশা নির্মূলে আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে বিমানবন্দর এলাকায় মশার হটস্পট শনাক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর জরিপ শুরু করেছে। হটস্পট শনাক্ত হওয়ার পর বিমানবন্দরের কর্মীদের সঙ্গে নিয়ে ডিএনসিসির কর্মীরা মশা নির্মূলে কাজ করবেন।’
ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে মশা নির্মূলে একযোগে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘মশা নির্মূলে আমরা কাজ করছি। এর মাধ্যমে মশা পরিপূর্ণ নির্মূল করতে না পারলেও, সহনীয় মাত্রায় মশা কমিয়ে আনা সম্ভব হবে। সবার মধ্যে আমরা উদ্দীপনা তৈরি করতে পেরেছি। এসব কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হলে লক্ষ্য অর্জন সহজ হয়।’
ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘হাউজিং সোসাইটি, ইমামসহ মানুষের সঙ্গে মিটিং করেছি। সচেতনতার জন্য লিফলেট ও মাইকিং করেছি। ডিএনসিসিতে আধা সরকারি, সরকারি ছয় শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। তাদের নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সামনে এডিস মশার মৌসুম আসছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
ডিএনসিসির তথ্য বলছে, ‘তিনভাবে মশা নির্মূলে কাজ চলছে। তা হচ্ছে উড়ন্ত মশার জন্য ফগিং, ড্রেন-নর্দমার জন্য লার্ভি সাইড স্প্রে করা হচ্ছে। আর জমানো পানিতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ট্যাবলেট।’
ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নির্মূলে কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় বিশেষ মশক নিধন অভিযান শুরুর পর ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন। মশা নিধনে ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হওয়া এই বিশেষ মশক নিধন অভিযান চলবে ১৬ মার্চ পর্যন্ত।
ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘বিমানবন্দরসহ সরকারের বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ নেই। তবে ঢাকা বিমানবন্দর বাংলাদেশের প্রধান গেটওয়ে, এখানে মশা নির্মূলে আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে বিমানবন্দর এলাকায় মশার হটস্পট শনাক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর জরিপ শুরু করেছে। হটস্পট শনাক্ত হওয়ার পর বিমানবন্দরের কর্মীদের সঙ্গে নিয়ে ডিএনসিসির কর্মীরা মশা নির্মূলে কাজ করবেন।’
ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে মশা নির্মূলে একযোগে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘মশা নির্মূলে আমরা কাজ করছি। এর মাধ্যমে মশা পরিপূর্ণ নির্মূল করতে না পারলেও, সহনীয় মাত্রায় মশা কমিয়ে আনা সম্ভব হবে। সবার মধ্যে আমরা উদ্দীপনা তৈরি করতে পেরেছি। এসব কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হলে লক্ষ্য অর্জন সহজ হয়।’
ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘হাউজিং সোসাইটি, ইমামসহ মানুষের সঙ্গে মিটিং করেছি। সচেতনতার জন্য লিফলেট ও মাইকিং করেছি। ডিএনসিসিতে আধা সরকারি, সরকারি ছয় শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। তাদের নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সামনে এডিস মশার মৌসুম আসছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
ডিএনসিসির তথ্য বলছে, ‘তিনভাবে মশা নির্মূলে কাজ চলছে। তা হচ্ছে উড়ন্ত মশার জন্য ফগিং, ড্রেন-নর্দমার জন্য লার্ভি সাইড স্প্রে করা হচ্ছে। আর জমানো পানিতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ট্যাবলেট।’
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ৪০০ মিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর ‘ফাতেমা ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। ১০৫ দিনের মধ্যে কাজ শেষ করার শর্ত থাকলেও এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি।
২৭ মিনিট আগেস্থানীয় সূত্রে জানা গেছে, একপাশে ভাঙাচোরা সড়ক অপর পাশে পানিতে ভরা পুকুর। এর মাঝখানে খালের ওপর তৈরি করা হয়েছে সেতুটি। জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে সেনবাগ উপজেলায় চলাচলের পথে পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়দের চাহিদার ভিত্তিতে বজরা ইউনিয়নের মাওলানা বাড়ির সামনে খালের ওপর ওই সেতুটি নির্মাণ করা হয়।
৩৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
৩৯ মিনিট আগেবৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে