গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে তুসুকা গ্রুপের ছয়টি তৈরি পোশাক কারখানায় আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে তুসুকা গ্রুপের কর্তৃপক্ষ গতকাল রোববার বিকেলে শ্রমিকেরা চলে যাওয়ার পর প্রধান ফটকে ছুটির নোটিশ সাঁটিয়ে দেয়।
সাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড।
নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত তিন দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিভিন্ন দাবিতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা গত শনিবার কয়েক ঘণ্টা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে শনিবার কারখানার ছুটির পর তাঁরা চলে যান। ওই দিনই মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানার ফটকে নোটিশ টানিয়ে দেয়। কিন্তু তারপরও শ্রমিকেরা গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুযায়ী বেতনে কাঠামোর এক শ ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল না কাটানো, বাৎসরিক পিকনিকের আয়োজন করা, উপকারভোগে স্বজনপ্রীতি বন্ধ করা, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা দেওয়া, বকেয়া চলতি মাসে পরিশোধ করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা শনিবার কর্মসূচি পালন করার পর ওই দিন বিকেলেই তাঁদের দাবি মেনে নিয়ে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। তবু তাঁরা আন্দোলন চালিয়ে যান। এর পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পরও তাঁরা শান্ত না হওয়ায় মালিকপক্ষ তিন দিনের ছুটি ঘোষণা করেছে। আমরা কারখানা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নজর রাখছি। আশা করি, শ্রমিকেরা সবকিছু বিবেচনা করে ছুটির পরে কাজ যোগ দেবেন।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে তুসুকা গ্রুপের ছয়টি তৈরি পোশাক কারখানায় আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে তুসুকা গ্রুপের কর্তৃপক্ষ গতকাল রোববার বিকেলে শ্রমিকেরা চলে যাওয়ার পর প্রধান ফটকে ছুটির নোটিশ সাঁটিয়ে দেয়।
সাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড।
নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত তিন দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিভিন্ন দাবিতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা গত শনিবার কয়েক ঘণ্টা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে শনিবার কারখানার ছুটির পর তাঁরা চলে যান। ওই দিনই মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানার ফটকে নোটিশ টানিয়ে দেয়। কিন্তু তারপরও শ্রমিকেরা গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুযায়ী বেতনে কাঠামোর এক শ ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল না কাটানো, বাৎসরিক পিকনিকের আয়োজন করা, উপকারভোগে স্বজনপ্রীতি বন্ধ করা, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা দেওয়া, বকেয়া চলতি মাসে পরিশোধ করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা শনিবার কর্মসূচি পালন করার পর ওই দিন বিকেলেই তাঁদের দাবি মেনে নিয়ে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। তবু তাঁরা আন্দোলন চালিয়ে যান। এর পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পরও তাঁরা শান্ত না হওয়ায় মালিকপক্ষ তিন দিনের ছুটি ঘোষণা করেছে। আমরা কারখানা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নজর রাখছি। আশা করি, শ্রমিকেরা সবকিছু বিবেচনা করে ছুটির পরে কাজ যোগ দেবেন।’
টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৩ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
১৮ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির
২২ মিনিট আগেটাঙ্গাইল রেলস্টেশনে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে