Ajker Patrika

শ্রীনগরে বিক্রির সময় পিকআপ ভ্যানভর্তি বই জব্দ করলেন শিক্ষার্থীরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০: ৫২
মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ প্রাঙ্গণে আটকে রাখা সরকারি বইভর্তি পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ প্রাঙ্গণে আটকে রাখা সরকারি বইভর্তি পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের শিক্ষকদের বিরুদ্ধে বিপুল পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে পিকআপ ভ্যানভর্তি এসব বই নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটকে দেন।

জানা গেছে, দুপুরে কলেজে থেকে ত্রিপলে মোড়ানো একটি পিকআপ ভ্যান বের হয়। পরে প্রতিষ্ঠানটির কয়েক শিক্ষার্থী পিকআপ ভ্যানটি আটকে দেন। তাঁরা ত্রিপল খুলতেই পিকআপ ভ্যানে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক দেখতে পান এবং সেটি কলেজে ফিরিয়ে আনেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন, সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান ও সহকারী শিক্ষক মদিন্দ্রনাথ বালা পরস্পর যোগসাজশে বইগুলো বিক্রি করেছেন।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি ভুল-বোঝাবুঝি। দুই দিন পর এসএসসি পরীক্ষা শুরু হবে। তাই সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান ও সহকারী শিক্ষক মদিন্দ্রনাথ বালাকে প্রতিষ্ঠানে পুরোনো খাতাপত্র (শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষার খাতা) রয়েছে, সেগুলো স্কুল থেকে সরাতে বলেছিলাম। তাঁদের বিক্রি করতে বলিনি। তাঁরা কথাটি বুঝতে না পেরে সরকারি বইসহ (খাতাপত্র) বিক্রি করে দিয়েছিলেন। বই বিক্রির পেছনে আমার কোনো হাত নেই।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মদিন্দ্রনাথ বালার মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ‘অধ্যক্ষ আমাকেও দায়িত্ব দিয়েছিলেন। তবে এসএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ঘড়ি লাগানোসহ অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। মদিন্দ্রনাথের ভুল হতে পারে। পরে আমি জানতে পেরেছি, কিছু বই বিক্রি হয়েছে। তবে বই বিক্রির সঙ্গে আমি জড়িত না।’

মুন্সিগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ‘সরকারি বই কোনোভাবে কোনো শিক্ষকের বিক্রি করার এখতিয়ার নেই। এটি আইনগত অবৈধ কাজ।’

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি মো. মহিনউদ্দিন বলেন, ‘ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক একজন কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত