নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আজকের বাংলাদেশ সমগ্র বিশ্বে এক উন্নয়নের বিস্ময়। আজ বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরাকেল হিসেবে বিশ্বে পরিচিত। আমরা আর দরিদ্র, বন্যাকবলিত দেশ হিসেবে পরিচিত নই। আমরা অনেক ক্ষেত্রেই বিশ্বের রোল মডেল।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের অনেক সফলতা আছে। যেখানে বাঙালি নিজের আত্মপরিচয়, নিজের দেশের স্বাধীনতার জন্য যে ইতিহাস রচনা করেছে, তা বিশ্বে বিরল। ৭২-এর সংবিধান বিশ্বে বিরল। এই সংবিধানের বর্ণনা দিতে গিয়ে অনেক ব্যাখ্যায় অনেক বিচারক বলেছেন, আমাদের সংবিধানটা অনেক ইউনিক। এইটা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সমঝোতার দলিল না। এটা কারও কাছ থেকে পাওয়া দয়া দক্ষিণা না। এইটা আমাদের নিজেদের যে রক্তক্ষয়ী যুদ্ধ তারই ফসল। আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করেছি, সেটাই আমাদের ৭২-এর সংবিধান।’
বর্তমান সফলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘আমাদের এখান থেকে যতটুকু সফলতা, যতটুকু অর্জন করতে পেরেছি, সেখান থেকে আমাদের আরও সামনের দিকে আগামী ৫০ বছরের পথ রচনা করতে হবে।’
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরী প্রমুখ।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আজকের বাংলাদেশ সমগ্র বিশ্বে এক উন্নয়নের বিস্ময়। আজ বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরাকেল হিসেবে বিশ্বে পরিচিত। আমরা আর দরিদ্র, বন্যাকবলিত দেশ হিসেবে পরিচিত নই। আমরা অনেক ক্ষেত্রেই বিশ্বের রোল মডেল।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের অনেক সফলতা আছে। যেখানে বাঙালি নিজের আত্মপরিচয়, নিজের দেশের স্বাধীনতার জন্য যে ইতিহাস রচনা করেছে, তা বিশ্বে বিরল। ৭২-এর সংবিধান বিশ্বে বিরল। এই সংবিধানের বর্ণনা দিতে গিয়ে অনেক ব্যাখ্যায় অনেক বিচারক বলেছেন, আমাদের সংবিধানটা অনেক ইউনিক। এইটা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সমঝোতার দলিল না। এটা কারও কাছ থেকে পাওয়া দয়া দক্ষিণা না। এইটা আমাদের নিজেদের যে রক্তক্ষয়ী যুদ্ধ তারই ফসল। আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করেছি, সেটাই আমাদের ৭২-এর সংবিধান।’
বর্তমান সফলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘আমাদের এখান থেকে যতটুকু সফলতা, যতটুকু অর্জন করতে পেরেছি, সেখান থেকে আমাদের আরও সামনের দিকে আগামী ৫০ বছরের পথ রচনা করতে হবে।’
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরী প্রমুখ।
একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পাঁচ দফা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে কুয়েট শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় স্থাপিত সংগ্রামের মঞ্চে...
১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তনগর ট্রেন চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহরের রেলস্টেশনে শান্তিপূর্ণ অবস্থান ও মতবিনিময় কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
৩ মিনিট আগেময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
৫ মিনিট আগেট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনজীবী সাগরিকা ইসলাম জানান, গতকাল বুধবার এস এম মোরশেদের পক্ষে এই রিট করা হয়। আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
১১ মিনিট আগে