Ajker Patrika

দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২২, ১৪: ৫১
Thumbnail image

বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাপার্ড হলরুমে এ সেমিনার হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারটির উদ্বোধন করেন।

বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন বাপার্ডের পরিচালক ড. মো. আলমগীর হোসেন, কৃষিবিদ মো. মাহমুদুন্নবী, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজ্জাম্মেল হক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাশ।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, ‘গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র্যবিমোচনে কাজ করে যাচ্ছে বাপার্ড। এটি বর্তমানে একটি আন্তর্জাতিক ও আধুনিক মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত ১৬ জুন প্রধানমন্ত্রী বাপার্ড উদ্বোধন করেছেন। আমরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত