Ajker Patrika

রাজেন্দ্রপুর সেনানিবাসে এএপিটিসির বার্ষিক সভা ও কর্মশালা

আপডেট : ২৮ মে ২০২৪, ১০: ৩৩
রাজেন্দ্রপুর সেনানিবাসে এএপিটিসির বার্ষিক সভা ও কর্মশালা

অ্যাসোসিয়েশন অব এশিয়া-প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের (এএপিটিসি) ১২তম বার্ষিক সাধারণ সভা ও কর্মশালার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) এসব কর্মসূচি হয়। 

এএপিটিসি হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত সব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সংস্থা। প্রযুক্তির উন্নয়ন ও অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকির কারণে বর্তমানে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিবেশ অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এই পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির গতি প্রকৃতি মূল্যায়ন ও তা মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের রূপরেখা প্রণয়ন ছিল এবারের এএপিটিসির বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য। 

 ‘ইউনাইটেড ন্যাশনস পিস অপারেশন সিম্যুলেশন ট্রেইনিং (ইউএনপিওএসটি)’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ তথা বিপসটে প্রথমবারের মতো এএপিটিসির বার্ষিক সাধারণ সভা আয়োজন নিঃসন্দেহে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ত্যাগ, অবদান ও গৌরবোজ্জ্বল অর্জনের এক অনন্য স্বীকৃতি।’ 

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক ও সামরিক উভয় অঙ্গনে বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্বের উদাহরণ তুলে ধরে সেনাবাহিনী প্রধান বলেন, ‘২০২৩ সালে প্রধানমন্ত্রী শান্তি কেন্দ্রিক উন্নয়নের যে মডেল জাতিসংঘ সাধারণ অধিবেশনে উপস্থাপন করেছিলেন, তা আজকের সংকটময় নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বেশি প্রাসঙ্গিক।’ পাশাপাশি তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনুকরণীয় পেশাদারি ও সফলতার চিত্র তুলে ধরেন এবং শান্তিরক্ষীদের উঁচুমানের প্রশিক্ষণ নিশ্চিতকরণে  বিপসটের অবদানের প্রশংসা করেন। 

এএপিটিসি শান্তিরক্ষী অপারেশন, প্রশিক্ষণ ও গবেষণার সঙ্গে জড়িত নীতিনির্ধারক, গবেষক, শান্তিরক্ষী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানগুলোর একটি অনন্য প্ল্যাটফরম। এএপিটিসিতে বর্তমানে ২৪ সদস্য রাষ্ট্র ও দুই পর্যবেক্ষক দেশ রয়েছে। ২০২৩ সালের বার্ষিক সম্মেলনে বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এক বছরের জন্য এই সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব নেন। 

অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা, বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ডিফেন্স-মিলিটারি অ্যাটাশেরা, ঊর্ধ্বতন সামরিক, আধা সামরিক ও অসামরিক কর্মকর্তারা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধি, এএপিটিসির সদস্যভুক্ত ২৬ দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত