Ajker Patrika

বিএনপির শতাধিক নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২০: ৩৮
বিএনপির শতাধিক নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট পৃথক আদেশে এসব নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতে হাজির করে বিভিন্ন থানা-পুলিশ। মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তারকৃতদের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান।

অন্যদিকে বেশ কিছু মামলায় আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চকবাজার থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাজি মো. মনিউর রহমান, একই থানার ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. নাসির উল্লাহকে চকবাজার থানার পৃথক দুটি মামলায় আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চকবাজার থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর ও বংশাল থানার ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলমকে কোতোয়ালি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ওয়ারী থানার ২টি মামলায় বিএনপির কর্মী রজ্জব আলী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মো. সুলতান, মোহাম্মদ আরিফ, জাকির হোসেন ও সুলতানকে কারাগারে পাঠানো হয়।

সূত্রাপুর থানার দুটি মামলায় নিখিল চন্দ্র, মো. সাদিক, হানিফ, শফিক শেখ, মো. সিরাজ ও মো. সাজ্জাদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

কদমতলী থানার মামলায় মোহাম্মদ তাজুল ইসলাম ও আব্দুর রহমান; নিউমার্কেট থানার মামলায় ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম, বাহার উদ্দিন, মফিজুল ইসলাম ও শাহাদত হোসেন; রামপুরা থানার মামলায় ঝন্টু খান, মতিউর রহমান ও আবুল হোসেন; রমনা থানার একটি মামলায় লাবলু মিয়া; শাহবাগ থানার একটি মামলায় মো. আলম এবং  ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি মোগলটুলী ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম। 

শাহজাহানপুর থানার একটি মামলায় ঈমান আলী, মো. মামুন, শাহীন মিয়া ও শাহাদাত হোসেন এবং বংশাল থানার একটি মামলায় ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির রহমান, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আহমেদ আলী, বিএনপির কর্মী মো. কামাল ও মো. জসিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া পল্লবীতে ১৫ জন, রামপুরা ৩, ক্যান্টনমেন্ট ৯, দারুস সালাম ৫, আলী ৫, মিরপুর ৭, শ্যামপুর ৪, তুরাগ ৩, উত্তরা ১, উত্তরখান ১, হাজারীবাগ ৮, ধানমন্ডি ১, ডেমরা ৫, যাত্রাবাড়ী ৭, মুগদা ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত এবং বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ধরপাকড় চালাচ্ছে। অবশ্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে এবং যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত