টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ মূলত শুরু হয়েছিল ২০০৫ সালে জোট সরকারের আমলে। আত্রাই-নওগাঁ থেকে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ অনেক জঙ্গি নির্মূল হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নয়, এতে সামাজিক আন্দোলনেরও ভূমিকা রয়েছে।’
খুরশীদ আরও বলেন, ‘আগে দেশে জঙ্গিবাদের যে অবস্থা হয়েছিল, সেটা র্যাবই নির্মূল করেছে। সর্বশেষ পার্বত্য অঞ্চলে যে অবস্থা হয়েছিল, সেটা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের র্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।
র্যাব মানবাধিকার সমুন্নত রেখে দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন খুরশীদ। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুলেছিল। তারা যে সমস্ত বিষয় জানতে চেয়েছে, আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের প্রয়োজনীয় কাগজপত্রসহ জবাব দিয়েছি। সেটা তারা পর্যালোচনা করছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে র্যাব মহাপরিচালক গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় র্যাবের সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলিসহ র্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ মূলত শুরু হয়েছিল ২০০৫ সালে জোট সরকারের আমলে। আত্রাই-নওগাঁ থেকে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ অনেক জঙ্গি নির্মূল হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নয়, এতে সামাজিক আন্দোলনেরও ভূমিকা রয়েছে।’
খুরশীদ আরও বলেন, ‘আগে দেশে জঙ্গিবাদের যে অবস্থা হয়েছিল, সেটা র্যাবই নির্মূল করেছে। সর্বশেষ পার্বত্য অঞ্চলে যে অবস্থা হয়েছিল, সেটা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের র্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।
র্যাব মানবাধিকার সমুন্নত রেখে দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন খুরশীদ। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুলেছিল। তারা যে সমস্ত বিষয় জানতে চেয়েছে, আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের প্রয়োজনীয় কাগজপত্রসহ জবাব দিয়েছি। সেটা তারা পর্যালোচনা করছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে র্যাব মহাপরিচালক গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় র্যাবের সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলিসহ র্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
২১ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় টহল দলে বিজিবি ও আনসারের অন্তত পাঁচ সদস্য আহত হন। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের
১ ঘণ্টা আগেঢাকা থেকে খুলনায় আনা দেশি-বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি প্রাইভেট কারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গাড়িটির মালিক একজন সাবেক সচিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা সেতুর টোল প্লাজায় চালানটি জব্দ করে।
১ ঘণ্টা আগেফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, “’৭১ প্রশ্নটি আপসযোগ্য নয়—এমন সৎ উচ্চারণের কারণে মাহফুজ আলমের ওপরে বর্বর ভাষায় আক্রমণ হয়েছে। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতীকী পশু বলি দেওয়া হয়েছে। এমন জঘন্য কাজের পরে আজ তাঁর ওপর টার্গেটেড হামলা হয়েছে। সরাসরি মাথায় এ রকম হামলা ব্যক্তির মৃত্যুর কারণ ঘটাতে পারে
১ ঘণ্টা আগে