Ajker Patrika

জঙ্গিবাদ শুরু হয় জোট সরকারের আমলে: র‍্যাব মহাপরিচালক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭: ১৭
Thumbnail image

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ মূলত শুরু হয়েছিল ২০০৫ সালে জোট সরকারের আমলে। আত্রাই-নওগাঁ থেকে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ অনেক জঙ্গি নির্মূল হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নয়, এতে সামাজিক আন্দোলনেরও ভূমিকা রয়েছে।’

খুরশীদ আরও বলেন, ‘আগে দেশে জঙ্গিবাদের যে অবস্থা হয়েছিল, সেটা র‍্যাবই নির্মূল করেছে। সর্বশেষ পার্বত্য অঞ্চলে যে অবস্থা হয়েছিল, সেটা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের র‍্যাবের মহাপরিচালক এসব কথা বলেন। 

র‍্যাব মানবাধিকার সমুন্নত রেখে দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন খুরশীদ। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুলেছিল। তারা যে সমস্ত বিষয় জানতে চেয়েছে, আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের প্রয়োজনীয় কাগজপত্রসহ জবাব দিয়েছি। সেটা তারা পর্যালোচনা করছে।’ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে র‍্যাব মহাপরিচালক গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় র‍্যাবের সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলিসহ র‍্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত