Ajker Patrika

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩৮
গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। প্রাইভেট কারে থাকা তিন সহোদর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

প্রাইভেট কারের চালক মোহাম্মদ উল্লাহ মুন্সিগঞ্জ জেলার সানবান্দা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এদিকে দুর্ঘটনার পরে দুটি যানবাহনেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় রাস্তা বন্ধ হয়ে দুপাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বেলা ১১টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মোবাইলে ধারণ করা ভিডিও থেকে সংগৃহীতস্থানীয়দের বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল হাসেম মজুমদার বলেন, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী  ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর রাতইলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার ওভারটেক করে সামনে যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের সামনের চাকা প্রাইভেট কারের ওপরে উঠে যায়। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা চালক ও তিন সহোদর গুরুতর আহত হন। আতঙ্কিত যাত্রীরা সবাই নিরাপদে বাস থেকে নেমে যায়।

ওসি বলেন, সংঘর্ষের পরপরই প্রাইভেট কারে আগুন লেগে যায়।  প্রাইভেট কারে লাগা আগুন থেকে কিছু সময় পরে বাসেও আগুন লেগে যায়। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চালক মোহাম্মদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিন সহোদর ফাহাদ, ফাহিম ও ইফাতের মধ্যে ফাহিম ও ইফাদের অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত তিন সহোদর মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর ছেলে ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত