Ajker Patrika

বাড়ির চারদিকে দেয়াল তুলে ৩ পরিবারের যাতায়াত বন্ধের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
Thumbnail image

মাদারীপুরের কালকিনি উপজেলায় বসতঘরের চারপাশে দেয়াল তৈরি করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এতে তিন বছর ধরে তিনটি পরিবার মানবেতর জীবনযাপন করছে।

আজ শুক্রবার সরেজমিন গিয়ে ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের মহব্বত আলী চৌধুরীর ছেলে শহীদুল ইসলাম চৌধুরী গত ১৫ বছর যাবৎ সৌদি আরবে থাকেন। তাঁর স্ত্রী ও ৩ মেয়েসহ বসবাস করছেন পাঙ্গাশিয়া গ্রামে। ২০১৬ সালে শহীদুল ইসলাম জমি কিনে বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের সময় যাতায়াতের জন্য ছয় ফুটের বেশি রাস্তা ছিল। কিন্তু গত তিন বছর ধরে প্রতিবেশী বাদল সরদার, লিটন সরদার এবং এসকেনদার আলী শহীদুল ইসলামের বাড়ির চারপাশে দেয়াল নির্মাণ করেন। এতে তাদের দেয়াল টপকিয়ে যাতায়াত করতে হয়। শুধু শহীদুল ইসলাম চৌধুরীর পরিবারই নয়। একই অবস্থা তাদের পাশের বাড়ির ৮০ বছর বয়সী স্বামীহারা আমেনা বেগম ও ইলিয়াস সরদারের দুটি পরিবারের। এতে চলাচলে চরম বিড়ম্বনায় পরিবারগুলো। 

শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘জমি কিনে বাড়ি করার সময় চলাচলের ৬ ফুটের রাস্তা ছিল। কিন্তু চারদিকে দেয়াল দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। তিন বছর ধরে এই অবস্থা চললেও কোনো প্রতিকার পাচ্ছি না। পরিবারে তিন মেয়ে ও স্ত্রী থাকে। আমি সৌদি আরব থাকায় বেশ ঝামেলায় পড়ছি।’ 

স্বামীহারা আমেনা বেগম বলেন, ‘ঘর থেকে বের হলেই দেখি দেয়াল। বাজার-সদাই আনতেই সমস্যার মুখে পড়েছি। কেউ পাশে নেই।’ আরেক ভুক্তভোগী ইলিয়াস হাওলাদারের স্ত্রী রাজিয়া বেগম বলেন, ‘দেয়াল নির্মাণ করে তাঁরা বলে পেছনে সরকারি নতুন রাস্তা হচ্ছে, সেখান দিয়ে যাতায়াত করতে।’ 

অভিযুক্ত এসকেনদার আলী বলেন, ‘আমরা আমাদের জায়গায় দেয়াল দিয়েছি। অন্য কারও জায়গায় দেয়াল দিইনি। পেছনের দিক দিয়ে সরকারি রাস্তা নির্মাণ হচ্ছে, সেখান দিয়ে ওই পরিবারের লোকজন যাতায়াত করবে। যারা অভিযোগ করেছে, তাদের অভিযোগ সত্য নয়।’ 

এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘তিনটি পরিবারকে এখান থেকে উচ্ছেদ করে জায়গাটিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা চলছে। এ জন্য নিরীহ পরিবার তিনটির ওপর এমন অমানবিক নির্যাতন করছে। এর দ্রুত সুরাহা হওয়া দরকার।’ 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান খান বলেন, ‘অভিযোগ পেয়ে সরেজমিন পৌর তহসিলদার ও সার্ভেয়ার পরিদর্শন করেছি। কোনো অবস্থাতেই এই পরিবারগুলোকে জিম্মি হতে দেওয়া হবে না।’ 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, ‘উপজেলা প্রশাসন, মেয়র ও কাউন্সিলর মিলে এ সমস্যার একটি সমাধানের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত