Ajker Patrika

শ্রীপুরে কিশোরকে বেঁধে প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯: ৪৯
শ্রীপুরে কিশোরকে বেঁধে প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক কিশোরকে মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতার অফিসের সামনে বেঁধে প্লায়ার্স দিয়ে দুই আঙুলের নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। 

আজ বুধবার সকালে নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় এই মামলা দায়ের করেছেন। 

নির্যাতনের শিকার কিশোর মো. সাগর (১৭) শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. মনির হোসেনের ছেলে। 

মামলার আসামিরা হলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩০), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব (২৯), তাজউদ্দীনের ছেলে রইস উদ্দিন (৩৫), আব্দুল মজিদের ছেলে মো. মালেক (৩৯), মো. কুতুবউদ্দিনের ছেলে মো. আবুল কালাম (২৭), মো. শামসুল হকের ছেলে মো. মাসুম (২৮), সফুর আলীর ছেলে মো. মোবারক হোসেন (৩০), আফাজ আলীর ছেলে শরিফ (৪০) ও রিপন সরকারের ছেলে মো. টুটুল (২৫)। 

নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বলেন, ‘বর্তমানে আমার সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার ছেলের হাতের দুই আঙুলের নখ তুলে নেওয়াসহ শরীরের হাড়গোড় ভেঙে দিয়েছে ওরা (আসামিরা)। আমার ছেলের শারীরিক অবস্থা বেশি ভালো না।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরকে ডেকে এনে নির্যাতনের ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলার অভিযুক্ত তিনজন আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’ 

উল্লেখ্য, গত সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় একটি মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতাসহ তাঁর লোকজন মিলে কিশোর সাগরকে হাত-পা বেঁধে নির্যাতনের পর প্লায়ার্স দিয়ে আঙুলসহ নখ তুলে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত