গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক কিশোরকে মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতার অফিসের সামনে বেঁধে প্লায়ার্স দিয়ে দুই আঙুলের নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
আজ বুধবার সকালে নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় এই মামলা দায়ের করেছেন।
নির্যাতনের শিকার কিশোর মো. সাগর (১৭) শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
মামলার আসামিরা হলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩০), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব (২৯), তাজউদ্দীনের ছেলে রইস উদ্দিন (৩৫), আব্দুল মজিদের ছেলে মো. মালেক (৩৯), মো. কুতুবউদ্দিনের ছেলে মো. আবুল কালাম (২৭), মো. শামসুল হকের ছেলে মো. মাসুম (২৮), সফুর আলীর ছেলে মো. মোবারক হোসেন (৩০), আফাজ আলীর ছেলে শরিফ (৪০) ও রিপন সরকারের ছেলে মো. টুটুল (২৫)।
নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বলেন, ‘বর্তমানে আমার সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার ছেলের হাতের দুই আঙুলের নখ তুলে নেওয়াসহ শরীরের হাড়গোড় ভেঙে দিয়েছে ওরা (আসামিরা)। আমার ছেলের শারীরিক অবস্থা বেশি ভালো না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরকে ডেকে এনে নির্যাতনের ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলার অভিযুক্ত তিনজন আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
উল্লেখ্য, গত সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় একটি মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতাসহ তাঁর লোকজন মিলে কিশোর সাগরকে হাত-পা বেঁধে নির্যাতনের পর প্লায়ার্স দিয়ে আঙুলসহ নখ তুলে নেন।
গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক কিশোরকে মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতার অফিসের সামনে বেঁধে প্লায়ার্স দিয়ে দুই আঙুলের নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
আজ বুধবার সকালে নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় এই মামলা দায়ের করেছেন।
নির্যাতনের শিকার কিশোর মো. সাগর (১৭) শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
মামলার আসামিরা হলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩০), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব (২৯), তাজউদ্দীনের ছেলে রইস উদ্দিন (৩৫), আব্দুল মজিদের ছেলে মো. মালেক (৩৯), মো. কুতুবউদ্দিনের ছেলে মো. আবুল কালাম (২৭), মো. শামসুল হকের ছেলে মো. মাসুম (২৮), সফুর আলীর ছেলে মো. মোবারক হোসেন (৩০), আফাজ আলীর ছেলে শরিফ (৪০) ও রিপন সরকারের ছেলে মো. টুটুল (২৫)।
নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বলেন, ‘বর্তমানে আমার সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার ছেলের হাতের দুই আঙুলের নখ তুলে নেওয়াসহ শরীরের হাড়গোড় ভেঙে দিয়েছে ওরা (আসামিরা)। আমার ছেলের শারীরিক অবস্থা বেশি ভালো না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরকে ডেকে এনে নির্যাতনের ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলার অভিযুক্ত তিনজন আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
উল্লেখ্য, গত সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় একটি মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতাসহ তাঁর লোকজন মিলে কিশোর সাগরকে হাত-পা বেঁধে নির্যাতনের পর প্লায়ার্স দিয়ে আঙুলসহ নখ তুলে নেন।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে