কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ভিসাসহ অন্যান্য কনস্যুলার সেবা দিতে পর্তুগাল ঢাকায় একটি কনস্যুলেট অফিস খুলবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রের সঙ্গে বৃহস্পতিবারের রাজনৈতিক পরামর্শ সভা এবং তাঁর উপস্থিতিতে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর শুক্রবার অনুষ্ঠিত এক সেমিনারের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের পর্তুগালের ভিসা নিতে বর্তমানে দিল্লিতে যেতে হয় অথবা পাসপোর্ট পাঠাতে হয়। এতে মানুষের বেশ ভোগান্তি হয়। এই প্রেক্ষাপটে দেশটিকে ঢাকায় দূতাবাস খোলা অথবা অন্য যেকোনো ব্যবস্থায় ভিসাপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মে মাসে সে দেশের সরকারকে অনুরোধ জানানো হয়েছে।’
পর্তুগালের কর্মকর্তার সঙ্গে বৈঠকের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিসার বিষয়ে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সে দেশের সরকার রাজি হয়েছে। সেটা কনস্যুলেট খোলাসহ যেকোনো ব্যবস্থা হতে পারে।’
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের একটি দূতাবাস আছে। প্রাথমিক হিসাবে সে দেশে বাংলাদেশের কমপক্ষে ১০ হাজার নাগরিক আছে।
ঢাকায় বিআইআইএসএস (বিজ) মিলনায়তনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শাহরিয়ার আলম, ফ্রান্সিসকো আন্দ্রে ও বিজ মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।
রাজনৈতিক পরামর্শ সভায় দুই দেশ বাণিজ্যের ক্ষেত্রে দ্বৈত কর এড়াতে এবং সরাসরি জাহাজ চলাচল চালু করতে প্রয়োজনীয় স্মারকে স্বাক্ষরে সম্মত হয়। এ ছাড়া পর্তুগাল বাংলাদেশে বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
পর্তুগালের প্রতিমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান। শনিবার তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।
বাংলাদেশে ভিসাসহ অন্যান্য কনস্যুলার সেবা দিতে পর্তুগাল ঢাকায় একটি কনস্যুলেট অফিস খুলবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রের সঙ্গে বৃহস্পতিবারের রাজনৈতিক পরামর্শ সভা এবং তাঁর উপস্থিতিতে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর শুক্রবার অনুষ্ঠিত এক সেমিনারের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের পর্তুগালের ভিসা নিতে বর্তমানে দিল্লিতে যেতে হয় অথবা পাসপোর্ট পাঠাতে হয়। এতে মানুষের বেশ ভোগান্তি হয়। এই প্রেক্ষাপটে দেশটিকে ঢাকায় দূতাবাস খোলা অথবা অন্য যেকোনো ব্যবস্থায় ভিসাপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মে মাসে সে দেশের সরকারকে অনুরোধ জানানো হয়েছে।’
পর্তুগালের কর্মকর্তার সঙ্গে বৈঠকের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিসার বিষয়ে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সে দেশের সরকার রাজি হয়েছে। সেটা কনস্যুলেট খোলাসহ যেকোনো ব্যবস্থা হতে পারে।’
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের একটি দূতাবাস আছে। প্রাথমিক হিসাবে সে দেশে বাংলাদেশের কমপক্ষে ১০ হাজার নাগরিক আছে।
ঢাকায় বিআইআইএসএস (বিজ) মিলনায়তনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শাহরিয়ার আলম, ফ্রান্সিসকো আন্দ্রে ও বিজ মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।
রাজনৈতিক পরামর্শ সভায় দুই দেশ বাণিজ্যের ক্ষেত্রে দ্বৈত কর এড়াতে এবং সরাসরি জাহাজ চলাচল চালু করতে প্রয়োজনীয় স্মারকে স্বাক্ষরে সম্মত হয়। এ ছাড়া পর্তুগাল বাংলাদেশে বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
পর্তুগালের প্রতিমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান। শনিবার তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।
গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। এতে ওই প্রকৌশলীকে প্রকল্পের টাকা ছাড়ে এক ঠিকাদারের কাছে ৬ শতাংশ ঘুষ দাবি করতে শোনা যায়।
৩ ঘণ্টা আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম) সেতুর জন্য অধিগ্রহণ করা জমি দখলের মহোৎসব চলছে। ১০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬০ মিটার সেতুর দুই পাড়ের অধিকাংশ জমি এরই মধ্যে দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে ঘর ও দোকান। সেসব ভাড়া দিয়ে টাকা নিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী।
৩ ঘণ্টা আগে‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৪ ঘণ্টা আগে