কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ভিসাসহ অন্যান্য কনস্যুলার সেবা দিতে পর্তুগাল ঢাকায় একটি কনস্যুলেট অফিস খুলবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রের সঙ্গে বৃহস্পতিবারের রাজনৈতিক পরামর্শ সভা এবং তাঁর উপস্থিতিতে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর শুক্রবার অনুষ্ঠিত এক সেমিনারের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের পর্তুগালের ভিসা নিতে বর্তমানে দিল্লিতে যেতে হয় অথবা পাসপোর্ট পাঠাতে হয়। এতে মানুষের বেশ ভোগান্তি হয়। এই প্রেক্ষাপটে দেশটিকে ঢাকায় দূতাবাস খোলা অথবা অন্য যেকোনো ব্যবস্থায় ভিসাপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মে মাসে সে দেশের সরকারকে অনুরোধ জানানো হয়েছে।’
পর্তুগালের কর্মকর্তার সঙ্গে বৈঠকের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিসার বিষয়ে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সে দেশের সরকার রাজি হয়েছে। সেটা কনস্যুলেট খোলাসহ যেকোনো ব্যবস্থা হতে পারে।’
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের একটি দূতাবাস আছে। প্রাথমিক হিসাবে সে দেশে বাংলাদেশের কমপক্ষে ১০ হাজার নাগরিক আছে।
ঢাকায় বিআইআইএসএস (বিজ) মিলনায়তনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শাহরিয়ার আলম, ফ্রান্সিসকো আন্দ্রে ও বিজ মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।
রাজনৈতিক পরামর্শ সভায় দুই দেশ বাণিজ্যের ক্ষেত্রে দ্বৈত কর এড়াতে এবং সরাসরি জাহাজ চলাচল চালু করতে প্রয়োজনীয় স্মারকে স্বাক্ষরে সম্মত হয়। এ ছাড়া পর্তুগাল বাংলাদেশে বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
পর্তুগালের প্রতিমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান। শনিবার তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।
বাংলাদেশে ভিসাসহ অন্যান্য কনস্যুলার সেবা দিতে পর্তুগাল ঢাকায় একটি কনস্যুলেট অফিস খুলবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রের সঙ্গে বৃহস্পতিবারের রাজনৈতিক পরামর্শ সভা এবং তাঁর উপস্থিতিতে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর শুক্রবার অনুষ্ঠিত এক সেমিনারের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের পর্তুগালের ভিসা নিতে বর্তমানে দিল্লিতে যেতে হয় অথবা পাসপোর্ট পাঠাতে হয়। এতে মানুষের বেশ ভোগান্তি হয়। এই প্রেক্ষাপটে দেশটিকে ঢাকায় দূতাবাস খোলা অথবা অন্য যেকোনো ব্যবস্থায় ভিসাপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মে মাসে সে দেশের সরকারকে অনুরোধ জানানো হয়েছে।’
পর্তুগালের কর্মকর্তার সঙ্গে বৈঠকের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিসার বিষয়ে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সে দেশের সরকার রাজি হয়েছে। সেটা কনস্যুলেট খোলাসহ যেকোনো ব্যবস্থা হতে পারে।’
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের একটি দূতাবাস আছে। প্রাথমিক হিসাবে সে দেশে বাংলাদেশের কমপক্ষে ১০ হাজার নাগরিক আছে।
ঢাকায় বিআইআইএসএস (বিজ) মিলনায়তনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শাহরিয়ার আলম, ফ্রান্সিসকো আন্দ্রে ও বিজ মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।
রাজনৈতিক পরামর্শ সভায় দুই দেশ বাণিজ্যের ক্ষেত্রে দ্বৈত কর এড়াতে এবং সরাসরি জাহাজ চলাচল চালু করতে প্রয়োজনীয় স্মারকে স্বাক্ষরে সম্মত হয়। এ ছাড়া পর্তুগাল বাংলাদেশে বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
পর্তুগালের প্রতিমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান। শনিবার তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে