Ajker Patrika

বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বেকু মেশিন

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বেকু মেশিন

মানিকগঞ্জের সিঙ্গাইরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় বিক্ষুব্ধ জনতা মাটি কাটার একটি বেকু মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি চকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের মো. সেলিম ওরফে সলিমুদ্দিন তার ২৫০ শতাংশ ফসলি জমিতে মৎস্য খামারের সিদ্ধান্ত নেন। ওই জমির মাটি ক্রয় করেন জামির্ত্তা এলাকার সিরাজুল হক ও রাশেদ নামে দুই মাটি ব্যবসায়ী। সোমবার রাতে হাতনি চকের ওই জমি থেকে মাটি কেটে রাস্তা তৈরি করছিলেন তারা। রাত আড়াইটার দিকে হাতনি এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকিং করে একত্রিত হয়ে একটি বেকু মেশিনে আগুন ধরিয়ে দেয়। 

ক্ষতিগ্রস্ত রাশেদ হোসেন বলেন, ‘উপজেলা মৎস্য অফিসের অনুমতি নিয়ে জমিতে মৎস্য খামার করার সিদ্ধান্ত নেন জমির মালিক সেলিম ওরফে সলিমুদ্দিন। আমরা ওই জমির মাটি ক্রয় করি। রাত আড়াইটার দিকে হাতনি এলাকার কুদ্দুস মিয়া, আব্দুল হামিদ, রহমানসহ এলাকার ২০ থেকে ২৫ জন আমার ভাড়া করা ৩০ লাখ টাকার বেকু মেশিনটি পুড়িয়ে দেয়। এ বিষয়ে প্রশাসনের আইনি সহযোগিতা চাই।’ 

সিঙ্গাইর থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মো. আবু হানিফ বলেন, ‘বেকু মেশিনে আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত