Ajker Patrika

সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৭: ৫১
সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি

সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখা এবং জনশক্তি রপ্তানির জটিলতা নিরসনে ১০ দফা দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট, বায়রা সংবাদ সম্মেলনে এসব দাবি করে।

সংবাদ সম্মেলনে বায়রার একাংশের নেতারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ২৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও বিচারের দাবি করেন।

সম্মিলিত সমন্বয় ফ্রন্ট (বায়রার একাংশ) অন্য দাবিগুলো হলো অবিলম্বে ২০২১ সালের ১৯ ডিসেম্বর শ্রমিক রপ্তানি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে যে সমঝোতা চুক্তি হয়েছে, সেই চুক্তি থেকে দেশের সার্বভৌমবিরোধী ধারা সংশোধন করতে হবে। বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানিতে এফডব্লিউসিএমএস সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে হবে। ২ জুন, ২০২২ তারিখে যৌথ বৈঠকের গৃহীত এসওপি বাতিল বা সংশোধন করতে হবে। দূতাবাস, বিএমইটি ও মন্ত্রণালয়ে এফডব্লিউসিএমএসকে অফিস খোলার অনুমতি বাতিল করতে হবে।

এ ছাড়া আরও দাবি হলো সিন্ডিকেটের যেসব সদস্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে মালয়েশিয়ার জন্য কর্মী বাছাই ও মেডিকেল টেস্ট করেছে, তাদের লাইসেন্স স্থগিত করতে হবে। ২০১৬ সালে যে ১০টি সিন্ডিকেট করে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি করেছে, তদন্ত করে তাদের দ্বারা সংঘটিত অপরাধের বিচার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত