Ajker Patrika

হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় জিয়াউদ্দিন রুফি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৫: ২৯
হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় জিয়াউদ্দিন রুফি আটক

ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে তাঁকে আটকের কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। 

তবে তাঁকে কোথা থেকে এবং কখন আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘অভিনেত্রী হোমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়।’ 

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা প্রাণ রায় বলেন, ‘উরফি জিয়া (জিয়াউদ্দিন রুফি) নামে হিমুর এক বন্ধু বেলা ৩টার দিকে তাঁর বাসায় যান। পরে উরফি জিয়া (বন্ধু), মিহির (মেকআপ আর্টিস্ট) এবং ওই বাড়ির দারোয়ান তিনজন মিলে হিমুকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে উরফি জিয়া সেখান থেকে চলে যান। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমুর মোবাইল ফোনটাও পাওয়া যাচ্ছে না।’ 

অভিনেতা রওনক হাসান বলেন, ‘হিমুর মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যাই। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা, এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসলটা জানা যাবে।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত