Ajker Patrika

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছেলের, গুরুতর আহত মা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ঝড়বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান মিজান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে গুরুত্বর আহত হন ওই যুবকের মা। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের গুলবাগ ফুলকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমান গুলবাগ ফুলকুড়ি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

ওসি মতিউর রহমান বলেন, আজ সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে আমবাগানে আম কুড়াতে যান মিজান ও তাঁর মা সুফিয়া খাতুন। এ সময় বজ্রপাত হলে তাঁরা আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। সুফিয়া খাতুনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা বলেন, বজ্রপাতে আহত সুফিয়া খাতুনের অবস্থাও গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত