Ajker Patrika

আড়াই ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২১, ১৩: ৪৭
আড়াই ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

শিবচর (মাদারীপুর): বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে ঝড়ো বাতাসের কারণে সকাল সাড়ে নয়টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ।

জানা গেছে, ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই পদ্মা উত্তাল রয়েছে। সকাল নয়টা থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে মাঝ পদ্মা আরও বেশি উত্তাল হয়ে উঠে। প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনা এড়াতে সাড়ে নয়টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। দুপুর ১২ টার দিকে পদ্মায় ঢেউ কিছুটা কমে এলে লঞ্চ চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হলেও পদ্মায় ঢেউ কিছুটা কমেছে। দুপুর ১২ টার দিকে লঞ্চ চালু করা হয়েছে। তবে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো এখন ছাড়া হচ্ছে।

তিনি আরও বলেন,'আকাশ এখনো মেঘাচ্ছন্ন। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। পরিস্থিতি আবারও বৈরী হয়ে উঠলে লঞ্চ চলাচল বন্ধ রাখা হতে পারে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত