Ajker Patrika

‘একটার বিপরীতে চাইরটা এজেন্ট বাইর কইরা দিমু’

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২১: ৫০
‘একটার বিপরীতে চাইরটা এজেন্ট বাইর কইরা দিমু’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচনে যদি কেউ আমার এজেন্টদের গায়ে হাত দেয়। কেউ যদি আমার একটা এজেন্ট বাইর করে, তাহলে একটার বিপরীতে চাইরটা এজেন্ট বাইর কইরা দিমু।’ আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের সাধু পৌলের গির্জার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

এর আগে তিনি সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন। 
 
তৈমূর বলেন, ‘অনেকে নির্বাচন করতে আইসা কান্নাকাটি করে। তাদের নাকি এজেন্ট বের করে দেয়। হ্যাডম না থাকলে নির্বাচন করেন কেন? কেন্দ্রে এজেন্টদের সুরক্ষা না দিতে পারলে কিসের নেতা? এই নারায়ণগঞ্জ শহরে আমার একটা এজেন্ট বের করার সাহস কারও নাই। আমার একটা এজেন্ট বাইর করলে আমি পাঁচটা বাইর করার সক্ষমতা রাখি। আমার বয়স অনেক হইসে। এখন চিন্তা করে কী হবে? কপালে যা আছে তাই হবে। আমি কাউকে পরোয়া করব না। জনগণ সাড়া দেওয়ায় তাদের ডাকে নির্বাচন করছি।’ 

নিজেকে জনতার মেয়র দাবি করে তৈমূর বলেন, ‘প্রচারণা চালাচ্ছি, মানুষ আমাকে বারবার বলতাছে এবার কিন্তু বইসেন না। এবার পুরো নির্বাচনটা কইরেন। তাদের সবাইকে আমি বলতে চাই, এবার আমি কোনো দলের লোক না। এবার আমি ব্যক্তি তৈমূর নির্বাচন করছি। জনগণ আমাকে মেয়র পদে দাঁড় করিয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত