Ajker Patrika

কিশোরগঞ্জে নির্মাণাধীন সড়কে দুদকের অভিযান

কিশোরগঞ্জ প্রতিনিধি
দুর্নীতির অভিযোগ পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত নির্মিত সড়কে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা
দুর্নীতির অভিযোগ পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত নির্মিত সড়কে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে দুর্নীতির অভিযোগ পেয়ে একটি সড়কে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত নির্মিত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কে নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজের গুণগতমান বজায় না রাখার অভিযোগে অভিযানটি পরিচালনা করা হয়।

সরেজমিন দেখা গেছে, কিশোরগঞ্জ দুদকের কর্মকর্তা, সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সদর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী সড়কের কার্পেটিং, মেকাডম ও ইট পরীক্ষা নিরীক্ষা করছে।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির বলেন, ‘কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কের মেরামতকাজের চার কিলোমিটার ৩১০ মিটারের সড়কটির ৭৫ মিলিমিটারে মেকাডম ছিল, সেটা ঠিক পেয়েছি। ৭৫-এর মধ্যে ৮৫ পেয়েছি। কার্পেটিং ছিল ৪০ মিলিমিটার সেটাও আমরা ৪০ মিলিমিটারই পেয়েছি। আর এখানে যে ইট ব্যবহার করা হয়েছে, সেটাও এক নম্বর ইট। সব মিলিয়ে কাজের গুণগতমান ভালো।’

কিশোরগঞ্জ দুদকের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন, ‘এই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগে দুদক এই সড়কে অভিযান চালায়। আমরা এখানে এলজিইডির কাউকে না রেখে সড়ক ও জনপথ বিভাগ থেকে একজন নিরপেক্ষ প্রকৌশলী মাধ্যমে সড়কের গুণগতমান পরীক্ষা করিয়েছি ৷ আমরা সড়কটির তিনটি জায়গায় গুণগতমান পরীক্ষা করেছি। রাস্তার মেকাডম, কার্পেটিং ও ইট—সবই প্রাক্কলন অনুযায়ী সঠিক পাওয়া গেছে। যে অভিযোগটি ছিল, এটি সত্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত